মাত্রাতিরিক্ত
অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তা কার্যকারিতা হারাচ্ছে। এর ভয়াবহতা তুলে
ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদুর রহমান
বলেছেন, ভবিষ্যতে এমন অবস্থা দাঁড়াবে যেখানে সেলফভর্তি অ্যান্টিবায়োটিক
থাকবে, কিন্তু কোন কার্যকারিতা থাকবে না। গত ৫ই জুলাই ‘অ্যান্টিবায়োটিক
রেজিস্ট্যান্স: বাস্তবতা, ভয়াবহতা ও আমাদের করণীয়’ শীর্ষক এক বৈজ্ঞানিক
সেমিনারে মুখ্য আলোচক হিসাবে ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক সাঈদুর রহমান এসব
কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে প্রতিদিন ১০ লাখ মানুষ অপচিকিৎসক কিংবা অপ্রশিক্ষিত ব্যক্তির পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন। আর বছরে সাড়ে ৩৬ কোটি মানুষ দুই থেকে তিনবার বিভিন্ন দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে থাকেন। মাত্র ৫ কোটি মানুষ চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। এভাবে মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ’তে থাকলে, ভবিষ্যতে কেউই নিরাপদ থাকবে না।
সাঈদুর রহমান জানান, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকার চেয়ে এশিয়া মহাদেশে অনেক বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার হয়ে থাকে। ফলে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ করতে হ’লে সরকারকে যক্ষা নিয়ন্ত্রণের মতো কঠোর পদক্ষেপ নিতে হবে। তবে এক্ষেত্রে জনগণের সচেতনতা সবচেয়ে বেশি যরূরী।