যন্ত্র নয়, মানুষের লোভই মানবসভ্যতার ভয়ের কারণ৷ এমনটাই মত প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের। বিশ্বজুড়ে যন্ত্রসভ্যতার আগ্রাসনে মানবসভ্যতা কতটা সংকটে, কতখানি প্রভাবিত হ’তে চলেছে বিশ্বের অর্থনীতি- সেই প্রসঙ্গেই এ মন্তব্য বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর। তাঁর মতে, যান্ত্রিক সুবিধা যেমন মানুষকে দিয়েছে কাঙ্ক্ষিত গতি, তেমনই কমিয়ে দিয়েছে মানুষের মূল্যও৷ কেননা বহু মানুষের কাজ একা যন্ত্র করে দিতে পারে৷ কিন্তু প্রশ্ন হ’ল সেই সম্পদের বণ্টন কিভাবে হচ্ছে? যদি সমভাবে বণ্টিত হয় তাহ’লে পৃথিবীর প্রত্যেক মানুষই যন্ত্রসভ্যতার আশীর্বাদ নিয়ে ভালোভাবে জীবন যাপন করতে সমর্থ হবে। কিন্তু মানুষের লোভ, অসাম্যের প্রতি মানুষের আকষর্ণ যদি না কমে, তবে শ্রমজীবী সম্প্রদায় কোনদিনই মূল্য পাবেন না৷ অর্থাৎ অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে শ্রেণীবিভেদ আরও বাড়তে থাকবে৷ তাই যন্ত্র নয়, বরং মানবসভ্যতার ভয়ের কারণ হিসাবে মানুষের দিকেই আঙুল তুলেছেন বাক ও চলৎশক্তিহীন এই বিজ্ঞানী। [ধন্যবাদ এই নাস্তিক বিজ্ঞানীকে। তবে লোভ কিভাবে দূর হবে তা তিনি বলেননি। সেটার জন্য মানুষকে অবশ্যই পরকালে বিশ্বাসী হতে হবে। এজন্য আমরা হকিংকে মৃত্যুর আগে ইসলাম কবুলের আহবান জানাচ্ছি (স.স.)]