ভারতে মোদি সরকারের ক্ষমতায় গরুর গোশত বিক্রি ও যবেহ নিষিদ্ধ করায় বয়স্ক ও দুধ দেয়ার ক্ষমতা শেষ হয়ে যাওয়া গরু নিয়ে বিপাকে পড়েছেন ভারতের খামারিরা। এতে করে কৃষক ও গরুর খামারিরা তাদের পশু বিক্রি করতে না পেরে আর্থিক লোকসানে পড়ছেন। বয়স্ক গরু বিক্রি না করতে পেরে তারা নতুন গাভীও কিনতে পারছেন না। দেশটিতে রক্ষণশীল মনোভাবের কারণে খামারিরা এ সমস্যায় পড়েছেন।

ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর গোশত বিক্রি নিষিদ্ধ। আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতকাল কার্যকর ছিল না। তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে। কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হ’লে বিশৃঙ্খলা দেখা দেয়।

[মানুষের খাদ্য হিসাবে যে গবাদি পশুর সৃষ্টি, তাকে পুজ্য হিসাবে ব্যবহার করলে এমনিতরো বিপাকে পড়তেই হবে। অতএব ভারতের জ্ঞানী সমাজ এগিয়ে আসুন (স.স.)]







আরও
আরও
.