বিভিন্ন ধরনের দুর্ঘটনায় হাত-পায়ের হাড় ভেঙে যায় অনেকের। ভাঙা হাড় চাইলেই দ্রুত জোড়া দেওয়া যায় না, দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন হয়। এবার ভাঙা হাড় দ্রুত জোড়া দেওয়ার জন্য বিশেষ ধরনের আঠা তৈরি করেছেন চীনের একদল গবেষক। গবেষকদের দাবী, ঝিনুকের প্রাকৃতিক এক কৌশল কাজে লাগিয়ে তৈরি বিশেষ ধরনের এই আঠার মাধ্যমে মাত্র তিন মিনিটের মধ্যে ভাঙা হাড় জোড়া লাগানো যাবে। নতুন এই আবিষ্কার অর্থোপেডিক চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গবেষক দলের প্রধান অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং বলেন, পানির নিচে কিভাবে ঝিনুক কোন কাঠামোর সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করে আমরা এই আঠার ধারণা পাই। এই আঠা রক্তের উপস্থিতিতেও নিখুঁতভাবে কাজ করতে পারে।
গবেষকেরা বলছেন, আঠার সবচেয়ে বড় সুবিধা হ’ল, হাড় জোড়া লাগার পর এটি প্রাকৃতিকভাবেই শরীরের সঙ্গে মিশে যায়। স্ক্রু বা অন্যান্য ইমপ্লান্ট সরালে অনেক সময় দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে তার প্রয়োজন হবে না।
এখন পর্যন্ত ‘বোন ০২’ নামে এই আঠা ১৫০ জনের বেশী রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশী চাপ সহ্য করতে পারছে।