রহস্যজনক
ভয়ানক এক ফাংগাস (ছত্রাক) ক্যানডিডা অরিস। এই ফাংগাস ছড়াচ্ছে বিশ্বব্যাপী,
ভারতেও এসে গেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন হচ্ছে।
এই ফাংগাসে আক্রান্ত হলে সব চিকিৎসা নেয়ার পরও ৯০ দিনের মধ্যে মারা যাচ্ছে
মানুষ। যুক্তরাষ্ট্রের ব্রুকলিন মাউন্ট সিনাই (পূর্ব নিউইয়র্ক) হাসপাতালে
পেটের অস্ত্রোপচার সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হন এক বৃদ্ধ। তার রক্ত
পরীক্ষার পর জানা গেল যে তিনি নতুন আবিষ্কৃত ভয়ঙ্কর অথচ রহস্যজনক এক
জীবাণুতে আক্রান্ত। রক্ত পরীক্ষা রিপোর্ট পাওয়ার পরপরই হাসপাতাল
কর্তৃপক্ষ বৃদ্ধকে আইসিইউতে স্থানান্তর করে। বৃদ্ধ ক্যানডিডা অরিস নামে
জীবাণুতে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, এটা বিশ্বব্যাপী নীরবে ছড়িয়ে
পড়ছে। গত পাঁচ বছরে এটা হাসপাতালের মাধ্যমে ছড়িয়েছে ভেনিজুয়েলার নিউনেটাল
ইউনিট ও স্পেনে। ব্রিটেনের একটি নামকরা মেডিক্যাল সেন্টারের ইনটেনসিভ কেয়ার
ইউনিট (আইসিইউ) বন্ধ করে দিতে হয়েছে এই রোগটির কারণে। এছাড়া এই ক্যানডিডা
অরিস নামক ছত্রাক দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আমাদের পার্শ্ববর্তী দেশ
ভারতে শেকড় গেঁড়েছে। বাংলাদেশে এটা নিয়ে কোন গবেষণা নেই বলে জানিয়েছেন
চিকিৎসকেরা। অতএব দেশে এই ছত্রাকজাতীয় ভয়ঙ্কর রোগটি এসেছে কি না তা জানা
যায়নি। তবে ইতিমধ্যে কিছু হাসপাতালে রক্ত পরীক্ষায় প্রচলিত ১৮ জাতীয়
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক,
নিউজার্সি, ইলিনয়েস রাজ্যে ছড়িয়ে পড়ার পর মার্কিন গবেষণা প্রতিষ্ঠান
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জীবাণুটিকে মারাত্মক হুমকি হিসাবে
ঘোষণা করেছে।