নভোমন্ডল ও ভূমন্ডল দেখ লক্ষ্য করে

এত সুন্দর আল্লাহর সৃষ্টি ভুলে গেলে কি করে?

আকাশ দেখ যমীন দেখ দেখ লক্ষ তারা

সৃষ্টি জগৎ চোখে দেখে অস্বীকার করবে কারা?

দিনের পরে রাত আসে কালো-অাঁধার ছেয়ে

আলোকময় করেন আল্লাহ চাঁদের আলো দিয়ে।

নদী যেমন আকভ-বাঁকা পানি থৈ থৈ করে

পশু-পাখি, জীব-জন্তু আল্লাহর যিকির করে।

পাহাড়-পর্বত আছে দেখ যমীনেতে খাড়া

কোন কিছু হয় না সৃষ্টি আল্লাহর হুকুম ছাড়া।

এই দুনিয়ার প্রাণী যত জোড়ায় জোড়ায় দেখি

আল্লাহ সৃষ্টির সু-ব্যবস্থায় আর নেই কিছু বাকি।

সৃষ্টির সেরা মানুষ তোমরা ওয়াদা করে এলে

ভবের খেলায় মত্ত হয়ে সবই ভুলে গেলে!






আরও
আরও
.