জাতীয় সংসদে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারী থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তা‘আলার কাছে ফরিয়াদ জানিয়েছেন জাতীয় সংসদ সদস্যরা। করোনাকে আযাব-গযব আখ্যা দিয়ে হৃদয়গ্রাহী মুনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য হাফেয রূহুল আমীন মাদানী।

গত ১০ই জুন বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে আলোচনা শেষে দো‘আ করতে গিয়ে এভাবেই আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। মুনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রীসভার সদস্য, চীফ হুইপ, হুইপ, উপস্থিত সংসদ সদস্যগণ অংশ নেন।

মুনাজাতে তিনি বলেন, হে আল্লাহ! আন্তরিকভাবে আপনার দরবারে ক্ষমা চাচ্ছি, তওবা করছি। আমরা অতীতে যেসব খারাপ কাজ করেছিলাম, যার কারণে আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন, আমাদের ওপর মহামারী পাঠিয়েছেন। হে আল্লাহ! আপনার দরবারে আন্তরিকতা নিয়ে আমরা তওবা করছি। হে আল্লাহ! আমাদের ক্ষমা করে দিন। রাববুল ‘আলামীন, আমরা আপনার বান্দা। আপনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের আযাব-গযব দিয়ে ধ্বংস করবেন না।

তিনি বলেন, আমরা আপনার প্রিয় নবীর উম্মত। আমাদের মাফ করে দিন। আমাদের ওপর থেকে গযব উঠিয়ে নিন। যারা করোনা ভাইরাসে মারা গেছে তাদের শহীদী মর্যাদা দান করুন। আমাদের প্রতি দয়া করুন, আমরা আপনার করুণা চাই, গযবে আমাদের নিরাপত্তা দান করুন।

উল্লেখ্য, সংসদ অধিবেশনের শুরুর দিন শোক প্রস্তাবের পর মুনাজাতের রেওয়াজ রয়েছে। তবে এদিনের মুনাজাতটি ছিল ভাবগাম্ভীর্যপূর্ণ। এসময় উপস্থিত সংসদ সদস্যদের কাতর হয়ে মুনাজাতে অংশ নিতে দেখা গেছে। সরকার প্রধানসহ অন্যরা কাতরকণ্ঠে ‘আমীন’ ‘আমীন’ বলেন। অনেককে এসময় কাঁদতেও দেখা যায়। 

উল্লেখ্য, গত ১৮ই এপ্রিল অল্প সময়ের জন্য বসা জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার এটিএম ফজলে রাববী মিয়াঁর নেতৃত্বে সংসদ সদস্যগণ প্রকাশ্যে তওবা করেন। আল্লাহর আযাব থেকে বাঁচার আকুতি জানান।






সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন (প্রশাসনের সর্বত্র নারীর দাপট)
প্রিন্ট মিডিয়ার সময় ফুরিয়ে এসেছে - -সিইও, নিউ ইয়র্ক টাইমস
ইফতারের আগে না খেলে শাস্তি
১০০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে
কুরআন হিফযে ৪ সন্তানের জননীর অনন্য দৃষ্টান্ত স্থাপন
বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা লুক্সেমবার্গ
বোরক্বা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু
অবসরে গেলেন স্বনামধন্য মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
নেপালে বৃদ্ধ মা-বাবার জন্য ব্যাংকে অর্থ রাখা বাধ্যতামূলক
ফারাক্কা ও গজলডোবা বাঁধ ভেঙ্গে দাও - -বাপা
আরও
আরও
.