ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় এক মুসলিম যুবককে পিটুনী এবং নিজের নাম বলায় অপর এক মুসলমান যুবককে গুলি করা হয়েছে। মাথায় টুপি পরার অপরাধে মুহাম্মাদ বরকত নামের এক মুসলমানকে পিটিয়েছে কয়েকজন যুবক। গত ২৬শে মে ২২শে রামাযান রোববার রাতে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে এ ঘটনা ঘটেছে। লাঞ্ছনার শিকার ২৫ বছর বয়সী ঐ যুবক ফজরের ছালাত শেষে বাড়ি ফিরছিল। এসময় তার মাথায় টুপি ছিল। যা দেখে গুরুগ্রামের সর্দার বাজারের কাছে পাঁচ-ছয় জন যুবক তাকে ঘিরে ধরে। ছালাতের কথা বলার পরই ঐ যুবকরা তার টুপি খুলে নেয় এবং বরকতকে চড়-থাপ্পড় মারে। এছাড়া তাকে ‘জয় শ্রী রাম’ বলতে বলা হয়। এমনকি শূকরের গোশত খাওয়ানোরও হুমকি দেয়া হয়। গুরুগ্রামে টেইলারিং শিখতে আসা বরকত বলে যে, আমি ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করলে তারা আমাকে শূকরের মাংস খাওয়ানোর হুমকি দেয়। অতঃপর তারা লাঠি নিয়ে আমাকে পেটাতে থাকে এবং কিল-ঘুষি ও লাথি মারতে থাকে।

অপর এক ঘটনায় এক মুসলিম যুবক নিজের নাম বলায় গুলিবিদ্ধ হয়েছে। গত ২৬শে মে রোববার ভারতের বিহারের বেগুসরাই যেলায় এ ঘটনা ঘটেছে। যুবকের নাম মুহাম্মাদ কাসিম। জানা যায়, ব্যবসায়িক কাজে কাসিম তার মোটরসাইকেলে করে পাশের গ্রাম কুম্ভিতে যান। ঐ গ্রামের রাজিব যাদব নামের এক ব্যক্তি তার নাম জিজ্ঞেস করে। এসময় কাসিম তার নাম বললে যাদব তাকে গুলি করে এবং বলে তোমার পাকিস্তানে চলে যাওয়া উচিত। কাসিম আরো বলেন, রাজিব একবার গুলি চালানোর পর আবার তার বন্দুকে গুলি ভরতে শুরু করে। তখন আমি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে আসি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে কাসিম।

[হায় মুসলমান! তোমরা  আর কত নির্যাতিত হবে? আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ! তুমি যালেমদের প্রতিশোধ নাও এবং মযলূম মুসলিম ভাই-বোনদের হেফাযত কর! তুমি তাদের ঈমান বৃদ্ধি কর এবং ছবর করার তাওফীক দাও! (স.স.)]

রামাযানে নতুন মাত্রার নির্যাতনের শিকার উইঘুর মুসলিমরা






আরও
আরও
.