বিশ্বের
সর্বোচ্চসংখ্যক অপহরণ সংঘটিত হয় মেক্সিকোতে। অতঃপর ভারতে। অপহরণের দিক
থেকে বিশ্বে প্রথম সারির ১০টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। সম্প্রতি
ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘কন্ট্রোল রিস্ক’ এ প্রতিবেদন
প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, অপহরণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান রয়েছে
৮ম স্থানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান, চতুর্থ ইরাক, পঞ্চম
নাইজেরিয়া, লিবিয়া ষষ্ঠ, সপ্তম আফগানিস্তান, নবম সুদান এবং দশম স্থানে
রয়েছে লেবানন।
গত দু’বছরে ভারতে অপহরণের মাত্রা বেড়েছে। ভারতের একটি ইন্স্যুরেন্স কোম্পানীর প্রধান নির্বাহী কে জে কৃষ্ণামূর্তি রাও বলেন, সম্প্রতি ভারতে অপহরণের মাত্রা ২৫-৩০ ভাগ বেড়েছে। অপহরণ কারীরা কর্পোরেট কোম্পানির কর্তাব্যক্তি ও তাদের সন্তান ছাড়াও তাদের গাড়ি চালক ও গৃহপরিচারিকাদের টার্গেট করে অপহরণ করছে। যাতে মালিকরা তাদের মুক্তিপণ দিয়ে উদ্ধার করে।