দারুল ইমারত, নওদাপাড়া, রাজশাহী ৯ই জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মজলিসে আমেলার ২০১৯-২০২১ সেশনের ৮ম নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতির কারণে উক্ত বৈঠক জুম মিটিং এ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়। মুহতারাম আমীরে জামা‘আত  প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রে সরাসরি উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, যুব-বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। এছাড়া জুম মিটিং এ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম (মেহেরপুর), সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম (যশোর), অর্থ সম্পাদক বাহারুল ইসলাম (কুষ্টিয়া), প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন (রাজশাহী), প্রশিক্ষণ সম্পাদক আলতাফ হোসাইন (সাতক্ষীরা), সমাজকল্যাণ সম্পাদক গোলাম মুক্তাদির (খুলনা) ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার (মেহেরপুর) প্রমুখ। রাত সাড়ে দশটা পর্যন্ত একটানা বৈঠক চলে। বৈঠকে আগামী ২৮শে আগস্ট বার্ষিক কর্মী সম্মেলন অনলাইনে অনুষ্ঠানের সিদ্ধান্তসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, এর আগে গত ১১ই জুন’২০ বৃহস্পতিবার বাদ মাগরিব ‘আন্দোলন’-এর বর্তমান সেশনের ৭ম মজলিসে আমেলা বৈঠকও একইভাবে অনুষ্ঠিত হয়।






যেলা সম্মেলন
‘আত-তাহরীক অনলাইন টিভি’র দ্বি-বার্ষিক রিপোর্ট
মাসিক ইজতেমা
হাফেয ছাত্রদের সংবর্ধনা ও বার্ষিক সম্মেলন (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
বন্যাত্রাণ বিতরণ (গঙ্গাচড়া, রংপুর-পশ্চিম; ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর)
ইসলামী সম্মেলন
এলাকা ও উপযেলা
নির্যাতিত রোহিঙ্গাদের জন্য পৃথক ‘আরাকান রাষ্ট্র’ ঘোষণা করুন! - -মুহতারাম আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
রাসূল (ছাঃ) কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর যেলা সমূহ পুনর্গঠন (২০২৩-২০২৫ সেশন)
কর্মী সম্মেলন ২০২৩-২৫
আরও
আরও
.