গত ৩১ শে মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে পাস করতে না পারা ও খারাপ ফলাফল করায় দেশের বিভিন্ন স্থানে ২২ জন শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে ৮ জন। এদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি।

বরিশালে জেএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাননি সেটা জানার পরই মঙ্গলবার বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৪ বছর বয়সী এক কিশোরী। তার পিতা জানান, বিয়ের দশ বছর পর আল্লাহ এই একটাই সন্তান দিয়েছিলেন তাকে। সুন্দরভাবে তাকে গড়ে তোলায় চেষ্টার কোন কমতি ছিল না। কিন্তু দুঃখজনকভাবে পরীক্ষায় রেজাল্ট শুনে স্কুলে কে তাকে কী বলেছে, সেটা শুনেই সে সুইসাইড করল।

[আত্মহত্যা মহাপাপ আল্লাহর এ নির্দেশ জানা থাকলে হয়ত সে একাজ করতো না। তাছাড়া তাক্বদীরে বিশ্বাসী মুমিন কখনো আত্মহত্যা করে না। (স.স.)]






আরও
আরও
.