বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক, কান ও গলা বিভাগে সম্পূর্ণ বধিরদের জন্য একটি চিকিৎসা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীদের কানে বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট স্থাপন করা হচ্ছে। সাধারণভাবে এ চিকিৎসায় ২০ লক্ষাধিক টাকা ব্যয় হয়। এ পর্যন্ত ১৫২ জন মুক ও বধির সুস্থ জীবনে ফিরে এসেছে। আগামী জুন মাসের মধ্যে আরো ৫০ জন শ্রবণ প্রতিবন্ধীকে ব্যয়বহুল এই চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান বলেন, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় অন্যন্য সাধারণ মহতী সেবা চালু রয়েছে। অত্যন্ত দরিদ্র পরিবারের শ্রবণ প্রতিবন্ধী শিশুরাও লাখ লাখ টাকার এ চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে।

এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচ.ডি গবেষক খবীরুদ্দীন। কলেজের ছাত্র থাকা অবস্থায় হঠাৎ মারাত্মক জ্বরাক্রান্ত হয়ে লোপ পায় তার শ্রবণশক্তি। দমে না গিয়ে ঢাবি থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স শেষ করেন। কিন্তু এমফিল করতে গিয়ে জানতে পারেন একজন শ্রবণ প্রতিবন্ধীর পক্ষে গবেষণা কাজ (এম.ফিল) সম্ভব নয়। এতে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে খুঁজতে থাকেন মুক্তির উপায়। অতঃপর বিনামূল্যে এই চিকিৎসার কথা জানতে পেরে আবেদন করেন এবং কক্লিয়ার ইমপ্লান্ট স্থাপনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরে আসেন।






আরও
আরও
.