দরকার নেই সরকারী চাকরির। কেবলমাত্র চাকরির জন্য সন্তান জন্ম দেওয়া বন্ধ করার পথে আমরা হাঁটবো না বলে জানিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুসলিম এমপি বদরুদ্দীন আজমাল। তিনি বলেন, ‘সরকারী চাকরী চাই না, আমরা বাচ্চা নিতে চাই’।

সম্প্রতি দু’টির বেশী সন্তান থাকলে সরকারী চাকরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারী করেছে আসাম রাজ্য সরকার। সেই নিয়মে বলা হয়েছে যে, দুইয়ের বেশী সন্তান হ’লে সেই সন্তানের পিতামাতা কোন সরকারী চাকরী পাবেন না। বদরুদ্দীন আজমাল সাফ জানিয়ে দিয়েছেন যে, মুসলিমরা বাচ্চা নেওয়া বন্ধ করবে না। আমার ধর্ম বিশ্বাস করে যে, পৃথিবীতে যার আসার কথা সে আসবেই। কেউ তাকে রুখতে পারবে না। তিনি বলেন, এই আইন পরিবেশের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে। ফলে তা পরিবেশগত ও সামাজিক ক্ষতিই ডেকে আনবে।

[ধন্যবাদ ভাই এমপি আজমালকে তার সাহসী উচ্চারণের জন্য। এভাবে মুসলমানরা যদি সোচ্চার হয়, তাহ’লে ভারতের কথিত গণতন্ত্রী হিন্দুত্ববাদী হঠকারী সরকার পিছে হটতে বাধ্য হবে ইনশাআল্লাহ (স.স.)]






আরও
আরও
.