ইসলামের
অবমাননা করে শাস্তি ভোগরত সঊদী ব্লগার রাইফ বাদাবীকে ‘শাখারভ শান্তি
পুরস্কার’ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। রাইফ বাদাবীকে সঊদী সরকার চাবুক
মারার শাস্তি দেয়ার পর তা বিশ্বজুড়ে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। রাইফ
বাদাবী যেন শাখারভ শান্তি পুরস্কার গ্রহণ করতে পারেন সেজন্যে তাকে মুক্তি
দেয়ার জন্য সঊদী বাদশাহ সালমানের প্রতি অনুরোধ জানিয়েছেন ইউরোপীয়
পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ। ইসলাম ধর্মের অবমাননা করায়
বাদাবীকে দশ বছরের জেল এবং এক হাযার দোররা মারার শাস্তি দেয়া হয়। দেশটির
সুপ্রীমকোর্টও তার বিরুদ্ধে এই সাজা বহাল রাখে। রাইফ বাদাবী ‘ফ্রী সঊদী
লিবারেলস’ নামে একটি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা। ২০১২ সালে তাকে ইসলামের
অবমাননার দায়ে সাজা দেয়া হয়। ইতিমধ্যে এ বছরের জানুয়ারীতে তাকে ৫০টি দোররা
মারা হয়েছে। কিন্তু বাকী দোররা মারা স্থগিত রাখা হয়। আন্দ্রে শাখারভ
পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নেলসন ম্যান্ডেলা, অং সান সুকি এবং
মালালা ইউসুফজাই।
[ইসলামের অবমাননাকারীরাই ইহূদী-খিষ্ট্রানদের প্রিয় হবে এটাতো স্বাভাবিক। এদের মুখে গণতন্ত্র, ধর্মীয় অধিকার ইত্যাদি কথা মানায় না (স.স.)]