পৃথিবীর
ইতিহাসে যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছে, ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছে তার
চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ। প্রতি বছর পৃথিবীতে পাঁচ লাখ মানুষ প্রাণ হারায়
শুধু ম্যালেরিয়ায়। এই মৃত্যুমিছিলে সবার উপরে রয়েছে আফ্রিকা। ম্যালেরিয়ার
কবল থেকে বাঁচতে নতুন দিশার সন্ধান পেয়েছেন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা।
তাদের মতে, মশার দেহকোষের পরিবর্তন আনতে পারলে মানুষের দেহে ম্যালেরিয়া
ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। গবেষণায় সফলও হয়েছেন তারা। পরীক্ষাগারে মশার
ডিএনএতে ম্যালেরিয়াবিরোধী জিন প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।
তারা জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের মশারা ম্যালেরিয়ার জীবাণু বহন করার
ক্ষমতা হারিয়ে ফেলবে। এখান পর্যন্ত গবেষণাগারে এই পরীক্ষা সফল হয়েছে। তাদের
মতে, এর মাধ্যমে ভবিষ্যতে ম্যালেরিয়াকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব
হবে।