মস্কোর সবচেয়ে বড় সামরিক প্যারেডের একদিন আগেই শুরু হয়েছিল বৃষ্টি। আবহাওয়াবিদরা বলেছিলেন, পরদিন তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এতকিছুর পরও প্যারেডের সময়টা কিন্তু রৌদ্রোজ্জ্বল ছিল। কিন্তু সেটা কীভাবে সম্ভব হ’ল?
এটা সম্ভব হয়েছে রুশ বিমানবাহিনীর ‘ক্লাউড সিডিং’-এর কারণে। যে সময়টায় আকাশ পরিষ্কার থাকার প্রয়োজন, সেই সময়ের আগে বৃষ্টি কণার বীজ বপন করে বৃষ্টি ঝরিয়ে আকাশ পরিষ্কার করে ফেলা হয়। এর ফলে ঠিক প্যারেডের সময় সিটি সেন্টারে আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছিল। প্যারেড শেষের দিকে আকাশে একটু একটু করে মেঘ জমতে থাকল আর প্যারেড শেষে পুরো আকাশ মেঘে ছেয়ে গেল।
ক্লাউড সিডিং-এর কাজ হ’ল- ঝড়ো মেঘের মধ্যে বিমানের মাধ্যমে কৃত্রিম নিউক্লিয়াস প্রবেশ করানো। এর ফলে মেঘ ঐ নিউক্লিয়াসের সাথে ঘনীভূত হয়ে ছোট ছোট বরফে পরিণত হয়। তবে আবহাওয়াবিদদের মতে, ক্লাউড সিডিং এর প্রযুক্তি ছোট এলাকায় কাজ করে। কিন্তু বিস্তৃত পরিসরে এটা সম্ভব নয়।