পানিই
জীবন। পৃথিবীর বাইরে বাসযোগ্য গ্রহ খুঁজে বের করার পক্ষে একটাই শর্ত পানি।
এক্ষেত্রে সুখবর নিয়ে এল রোবট ‘উখট’। বাতাসের আর্দ্রতাকে কাজে লাগিয়ে যে
কোন গ্রহে হাযার হাযার লিটার পানি জমা করতে সক্ষম রোবট তৈরি করে তাক লাগিয়ে
দিয়েছেন মিসরের তরুণ প্রকৌশলী মাহমূদ আল-কেমী।
বর্তমানে লালগ্রহে অনেক বেশী আর্দ্র আবহাওয়া বিরাজ করলেও অতিরিক্ত বায়ুমন্ডলীয় চাপের কারণে সেখানে তরল পানি থাকা সম্ভব নয়। কিন্তু সেখানে রয়েছে বরফ। পৃথিবীর কাছাকাছি বসবাসের বিকল্প গ্রহের সন্ধানে দীর্ঘদিন ধরেই মঙ্গলে প্রাণ ও পানির অস্তিত্ব নিয়ে গবেষণা করে আসছিলেন বিজ্ঞানীরা। তাদের মঙ্গলগ্রহের অভিযানে অনুপ্রাণিত হয়েই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে ‘উখট’ রোবট তৈরি করেন মাহমূদ।
প্রকৌশলী মাহমূদ আল-কেমি বলেন, উখট-তে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা বাতাসের আর্দ্রতা থেকে পানিকে আলাদা করতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে মঙ্গলের উচ্চ আর্দ্রতার অঞ্চলে গিয়ে বিশুদ্ধ পানি উৎপাদনে সক্ষম। লাল গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
এভাবে উখট কম খরচে দৈনিক ৫ হাযার লিটারের বেশী পানি জমা করতে পারে বলে দাবী করেছেন এর প্রস্ততকারক। রোবটটি ব্যবহারে এক লিটার পানি উৎপাদনের খরচ মাত্র ৩ থেকে ৪ টাকা। যেখানে অন্য প্রযুক্তি ব্যবহার করে একই কাজ করতে প্রায় ২০ গুণ বেশী অর্থ খরচ হয়।