ক্যান্সারের চিকিৎসায় হলুদ থেকে এক যুগান্তকারী আবিষ্কারের দাবী করেছে ভারতের মধ্যপ্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। দাবী অনুযায়ী তারা হলুদের মধ্যে এমন একটি আণবিক উপাদানের খোঁজ পেয়েছেন, যা ক্যান্সার নিরাময়ে আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, হলুদের ভেষজ গুণ সম্পর্কে সবারই জানা। জীবাণুনাশক উপাদান থাকায় বহু রোগের উপশমে হলুদ ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু দীর্ঘ ১০ বছর ধরে গবেষণা চালানোর পর এর মধ্যে এমন কিছু অণুর সন্ধান পাওয়া গেছে, যেগুলো ক্যান্সার নিরাময়ে চমৎকার কাজ দিয়েছে। এখন সময় হয়েছে একে বাস্তব-জীবনে পরীক্ষা করার।

তিনি আরো জানান, কানাডার অ্যাডভান্সড মেডিক্যাল রিসার্চ ইন্সটিটিউটের চিকিৎসক ও বিজ্ঞানী হিউন লি-র টিমের সাথে যৌথ উদ্যোগে এই গবেষণা সম্পন্ন হয়েছে।






আরও
আরও
.