সোনা দামী হ’লেও হীরাকে চিরকালই আরও বিরল ও মূল্যবান রত্ন বলে গণ্য করা হয়। তবে নতুন একটি গবেষণা বলছে, পৃথিবীতে হীরার যে মজুদ রয়েছে, তার সবটা উত্তোলন করা গেলে পৃথিবীকে হীরায় মোড়ানো কঠিন কিছু নয়। গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমআইটির একদল গবেষক। গবেষণা দলটি জানিয়েছে, পৃথিবীতে এর আগে হীরার যে মজুদ জানা গিয়েছিল, বাস্তবে তার চেয়ে হাযার গুণ বেশী হীরা রয়েছে পৃথিবীতে। এর পরিমাণ হিসাব করে দেখা গেছে, ভূপৃষ্ঠের গভীরে কোয়াড্রিলিয়ন টন শুধু হীরাই মজুদ রয়েছে। ভূপৃষ্ঠের গভীরের গঠন আরও বিস্তারিত বোঝার জন্য শব্দতরঙ্গ ব্যবহার করে পরীক্ষা করতে গিয়ে তাঁরা এ তথ্য উদঘাটন করেন।






আরও
আরও
.