উল এবং আগাছা থেকে শক্ত ইট

সম্প্রতি স্পেনের গবেষকরা ভেড়ার লোমের উল এবং সমুদ্রের আগাছা মিশিয়ে এক ধরনের ইট তৈরী করেছেন। এই ইট সাধারণ ইটের তুলনায় অনেক বেশী শক্ত। স্পেনের ইউনিভার্সিটি অফ সেভিল এবং গাসগোস ইউনিভার্সিটি অফ স্টার্চলাইড যৌথভাবে এই ইট তৈরী করেছে। এই ইট তৈরীতে ব্যবহার করা হয়েছে কাদামাটির সঙ্গে উল এবং সমুদ্রের আগাছা থেকে প্রাপ্ত এক ধরনের পলিমার। এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরী ইট কাঁচা অবস্থায়ই সাধারণ ইটের তুলনায় ৩৭ গুণ বেশী শক্ত বলে প্রমাণিত। এই ইট পোড়াতেও নাকি কম শক্তি খরচ হয় এবং সময়ও লাগে বেশ কম। জানা গেছে, এই ইট পোড়ানোর ফলে কার্বনডাই অক্সাইড উৎপন্ন হয় না তাই এটি পরিবেশ বান্ধবও বটে।

হেরোইনের চেয়ে মদ ক্ষতিকর
হেরোইন, কোকেন কিংবা তামাক নয়- ব্রিটেনের বিজ্ঞানীরা বলেছেন, অ্যালকোহল বা মদই হচ্ছে সবচেয়ে ভয়াবহ ক্ষতিকর মাদক। তাদের মতে, মদ্যপানের ফলে যে কেবল মদ্যপায়ীই ক্ষতিগ্রস্ত হয় তা নয়; বরং এর ক্ষতিকর প্রভাব পড়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক পর্যায় পর্যন্ত। এই ক্ষতির পরিমাণ হেরোইন কিংবা কোকেনের চেয়ে অনেক বেশী। ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক কমিটি অন ড্রাগস বা আইএসসিডি এবং ইউরোপিয়ান মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগস অ্যাডিকশন বা ইএমসিডিডিএ এই দু’টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের করা এক গবেষণায় বের হয়ে এসেছে নতুন এই তথ্য। উল্লেখ্য, জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, প্রতি বছর অ্যালকোহলজনিত কারণে সারা  বিশ্বে ২৫ লাখ মানুষ প্রাণ হারায়।

অন্ধদের দৃষ্টি ফেরাতে চিপ
যারা চোখের রেটিনার সমস্যার কারণে দীর্ঘদিন ধরে অন্ধ, তাদের জন্য সুখবর বয়ে এনেছে জার্মানির টুবিনজেন বিশ্ববিদ্যালয় এবং রেটিনা ইমপ্লান্ট এজি কোম্পানির বিজ্ঞানীরা। অন্ধদের চোখের রেটিনার পেছনে ছোট্ট একটি চিপ বসিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন এখানকার গবেষকরা। যে ক’জন রোগীর উপর এই চিপ প্রতিস্থাপন করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন রেটিনার অসুখ রেটিনাইটিস পিগমেনটোসা বা আরপি এবং অন্যরা করোইডারেমিয়ায় আক্রান্ত হয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। জার্মানির বিজ্ঞানীদের উদ্ভাবিত এই চিপ চোখে পতিত আলোকে ইলেকট্রিক ইমপালসে রূপান্তরিত করে চোখের পেছনে অপটিকনার্ভে সঞ্চালিত করে ব্যক্তিকে দেখার শক্তি জোগায়। এই চিপটি পরিচালিত হয় ক্ষুদে ব্যাটারির মাধ্যমে, যা কানের পেছনে আটকানো থাকে। এখান থেকে একটি ক্ষুদ্র তারের সাহায্যে রেটিনার পেছনে চিপটির সংযোগ দেয়া হয়।






আরও
আরও
.