জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমূদুর রহমান পরিত্যক্ত পলিথিন ব্যাগ থেকে জ্বালানি ও প্রেট্রোল তেল উৎপাদনের কৌশল আবিষ্কার করেছেন। এই প্রক্রিয়ায় ১ কেজি প্লাস্টিক থেকে ০.৫ লিটার তেল উৎপাদন সম্ভব। এই তেল সম্পূর্ণ সালফারমুক্ত। এই প্রক্রিয়ায় ১৭% গ্যাস, ৪৩% পেট্রোল, ২৩% কেরোসিন, ১৪% ডিজেল এবং ৩% কার্বন রেসিডিউ তৈরী হয়। এই প্রক্রিয়াটি অত্যন্ত লাভজনক হবে বলে মনে করছেন এই আবিষ্কারক। কারণ এই প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাটালিস্টটি তৈরির কাঁচামাল সস্তা ও সহজলভ্য। এ প্রক্রিয়ায় উৎপাদিত তেল প্রতি লিটার ৩০/- টাকা হারে বাজারজাত করা সম্ভব।

প্রাথমিক অবস্থায় স্বল্প পরিসরে একটি মেশিন থেকে প্রতি মাসে কমপক্ষে ৩০০ লিটার তেল উৎপাদন করা যাবে। বড় পরিসরে প্রতি মাসে লক্ষ লক্ষ লিটার তেল উৎপাদন করা যাবে। এর ফলে পরিত্যক্ত প্লাষ্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল উৎপাদনের মাধ্যমে প্লাষ্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ দূষণ হ’তে সমগ্র দেশ রক্ষা পাবে। উক্ত তেলে সকল প্রকার যানবাহন, সেচ পাম্পসহ মেশিনে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। এই প্রক্রিয়ায় উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুৎও উৎপাদন করা যাবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি যুগান্তকারী বিপ্লব সূচিত হবে বলে বিশেষজ্ঞগণের অভিমত।

[আলহামদুলিল্লাহ! আমরা চাইব সরকার যেন এই গবেষণায় পূর্ণ সহযোগিতা দেয়। কোনরূপ দলীয় সংকীর্ণতায় পড়ে এই আবিষ্কারটিও অংকুরে বিনষ্ট না হয় (স.স.)]






আরও
আরও
.