বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ও গভীরতম রেল সুড়ঙ্গ (রেল টানেল) চালু হ’ল ইউরোপীয় দেশ সুইজারল্যান্ডে। প্রায় দুই দশক ধরে চলা নির্মাণ কাজ শেষে সম্প্রতি এই সুড়ঙ্গ ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) দীর্ঘ রেল সুড়ঙ্গটি সুইস আল্পসের (পার্বত্যঞ্চল) নিচ দিয়ে ইউরোপের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে। সুইজারল্যান্ড কর্তৃপক্ষ বলছে, ইউরোপে মালবাহী পরিবহনের ক্ষেত্রে এটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। সারা বছর প্রায় লাখখানেক লরি ঐ রুটে মাল বহন করে। এতে মাল বহন করা অনেক সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে সুড়ঙ্গপথে ট্রেনযোগে প্রতি ট্রিপে ৩২৫ জন যাত্রী পাড়ি জমাতে পারবেন। গটহার্ড বেস নামে ১২০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই সুড়ঙ্গের নকশা তৈরী হয়েছিল ১৯৪৭ সালে। আর বাস্তবায়ন হ’ল প্রায় ৭০ বছর পর। আল্পসের পেটের ভিতর দিয়ে এই সুদীর্ঘ সুড়ঙ্গ তৈরী করতে ব্যবহার করা হয়েছে ৪১০ মিটার লম্বা দৈত্যাকার টানেল বোরিং মেশিন। প্রায় ৪৪ হাযার ঘন্টা অবিরাম কাজ করেছেন ১২৫ জন শ্রমিক।






আরও
আরও
.