চীনের হেইলংজিয়াং প্রদেশের নর্থইস্ট ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে রাঁধুনী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে দু’টি রোবটকে। সেই রোবট রাঁধুনীরা এতটাই দক্ষ যে, ৪ থেকে ৫ মিনিটের মধ্যে কয়েকশ’ জনের রান্না করে ফেলছে অনায়াসে। ক্যান্টিনের ম্যানেজার ইয়েনচেন সম্প্রতি তাদের নিয়োগ করেছেন রাঁধুনী হিসাবে। তারপর থেকেই ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী, শিক্ষকদের নিত্যনতুন রান্না করে খাওয়াচ্ছে দুই রোবট। সে রান্না সুস্বাদু তো বটেই, কয়েকশ’ লোকের রান্না করতে রোবট দু’টির সময় লাগছে মাত্র ৫ মিনিট। ইয়েনচেন জানাচ্ছেন, রোবট দু’টি দু’হাযারের বেশি রেসিপি জানে। দক্ষ রাঁধুনী তারা। কোন রান্নায় কতটা তেল-মশলা লাগবে, কতক্ষণ অাঁচে রাখতে হবে, সে সব বিষয়ে খুবই সচেতন। এমনকি রান্নার জ্বালানীও প্রায় ৫০ শতাংশ সাশ্রয় করছে এরা।

[হ্যাঁ, এভাবে মানুষ ক্রমেই যান্ত্রিক হয়ে যাচ্ছে। হৃদয়ের ছোঁয়া সেখান থেকে বিদায় নিচ্ছে। যা মানবতার জন্য অশনি সংকেত। অতএব প্রযুক্তিকে কাজে লাগাও। কিন্তু প্রযুক্তির গোলাম হয়ো না (স.স.)]






আরও
আরও
.