জাতিসংঘের
তথ্য অনুযায়ী দক্ষিণ সুদানের যুদ্ধপীড়িত এলাকা গুলোতে ৩০ হাযারের বেশী
মানুষ অনাহারে মৃত্যুর সম্মুখীন হয়েছে। লোকজন তাদের সামনে আর কোন সহায়ক
শক্তিকে দেখতে পাচ্ছে না। সেখানের সাধারণ মানুষ যে মানবেতর অবস্থায়
জীবনযাপন করছে, তা বিশ্বের সকল স্তরের মানুষেরই জানা। জাতিসংঘ সতর্কবাণী
উচ্চারণ করে বলেছে, সুদানের হাযার হাযার লোক রয়েছে যারা দুর্ভিক্ষের
দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। দক্ষিণ সুদানের ২২ মাস ধরে গৃহযুদ্ধ চলছে।
যুদ্ধে নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। সেখানের মানুষের
প্রতি কোন মানবিক আচরণ করা হচ্ছে না। অন্তত ৩০ হাযার লোক চরম খাদ্যাভাবে
বাস করছে এবং তারা দিনের পর দিন অনাহারে কাটিয়ে মৃত্যুর সম্মুখীন হচ্ছে।