কক্সবাজার, ১৮ই ডিসেম্বর সোমবার : অদ্য সকাল ১০-টায় কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালাং ৩নং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আমীনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজীবুর রহমানের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সুসম্পন্ন হয়। ত্রাণ সামগ্রী হিসাবে ছিল ৪০০ প্যাকেট খাদ্যদ্রব্য, যাতে ছিল মুড়ি, সরিষার তেল, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ ও শুটকি মাছ। আর শীতবস্ত্র হিসাবে ছিল ১০০০ পিচ চাদর। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুছ ছামাদ, রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি অধ্যাপক মুবীনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক লিলবর আল-বারাদী, প্রচার সম্পাদক গিয়াছুদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক সাঈদুর রহমান, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সিনিয়র শিক্ষক মোফাক্ষার হোসাইন, মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি হাসানুল্লাহ ও সাধারণ সম্পাদক তরীকুয্যামান প্রমুখ। উল্লেখ্য, রাজশাহী, মেহেরপুর ও নারায়ণগঞ্জ যেলা থেকে কিছু দায়িত্বশীল স্ব স্ব যেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন।






আরও
আরও
.