গত ১০ই ফেব্রুয়ারী’১৯ হ’তে ২২শে ফেব্রুয়ারী’১৯ পর্যন্ত ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গাইবান্ধা-পূর্ব, কুড়িগ্রাম-দক্ষিণ, গাইবান্ধা-পশ্চিম ও সিরাজগঞ্জ যেলার বিভিন্ন এলাকায় তাবলীগী সফর করেন। বিস্তারিত রিপোর্ট নিম্নরূপ।-

গাইবান্ধা-পূর্ব ১০ই ফেব্রুয়ারী রবিবার হতে ১৪ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ গত ১০ই ফেব্রুয়ারী যেলার সদর থানাধীন খাবার বোয়ালিয়া খেয়াঘাট বাযার ওয়াক্তিয়া মসজিদে, ১১ই ফেব্রুয়ারী সোমবার সদর থানাধীন রাধাকৃষ্ণপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর জৌদ গৌর সরকার দারুল হুদা আলিম মাদ্রাসা জামে মসজিদে, বাদ মাগরিব নশরতপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা থানসিংহপুর আহলেহাদীছ জামে মসজিদে, ১২ই ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ ফজর বোয়ালীঘাট বাযার ওয়াক্তিয়া আহলেহাদীছ মসজিদে, বাদ যোহর সদর থানাধীন পূর্ব কোমরনই গোদারহাট দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর দক্ষিণ ঘাগোয়া সোনারকুড়া আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা খামার চাঁন্দেরভিটা হাজীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে, ১৩ ফেব্রুয়ারী বুধবার বাদ যোহর সদর থানাধীন রামচন্দ্রপুর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ আছর গাইবান্ধা পশ্চিম যেলার পলাশবাড়ী থানাধীন কুমেদপুর ডিপ বাযার (তাওহীদ ট্রাষ্ট প্রাঃ) নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব সদর থানাধীন খামার তিনদহ আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা পাঠানডাঙ্গা চৌরাস্তার মোড় আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন।

কুড়িগ্রাম দক্ষিণ ১৪ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার হ’তে ১৬ই ফেব্রুয়ারী শনিবার : গত ১৪ই ফেব্রুয়ারী হ’তে ১৬ই ফেব্রুয়ারী পর্যন্ত কুড়িগ্রাম দক্ষিণ যেলার বিভিন্ন এলাকায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ তাবলীগী সফর করেন। ১৫ই ফেব্রুয়ারী শুক্রবার তিনি বাদ ফজর রৌমারী থানাধীন রৌমারী উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে আলোচনা সভা করেন এবং চর ঘুঘুমারী নতুন আহলেহাদীছ জামে মসজিদে তিনি জুমআর খুৎবা প্রদান করেন। অতঃপর বাদ মাগরিব মিয়ারচর আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা টাপুরচর বাযার আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। ১৬ই ফেব্রুয়ারী শনিবার একই মসজিদে বাদ ফজর টাপুরচর হাফেযিয়া মাদ্রাসার ছাত্রদের নিয়ে ‘সোনামণি’ সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে আলোচনা করেন। অতঃপর বাদ যোহর রৌমারী পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। একই দিন যেলার রাজিবপুর থানাধীন উত্তর জোয়ানেরচর আহলেহাদীছ জামে মসজিদে বাদ মাগরিব এবং বাদ এশা কড়াতীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন। উক্ত সফর সমূহে কেন্দ্রীয় মেহমানের সঙ্গে ছিলেন কুড়িগ্রাম দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমান ও উত্তর  জোয়ানেরচর জামে মসজিদের ইমাম  মাওলানা মুহাম্মাদ আব্দুর রহীম।

গাইবান্ধা ১৭ই ফেব্রুয়ারী রবিবার হ’তে ২১শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার : ১৭ই ফেব্রুয়ারী রবিবার যেলার সদর থানাধীন ত্রিমোহিনী ফারাযীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে বাদ এশা, ১৮ই ফেব্রুয়ারী সোমবার ফুলছড়ি থানাধীন চর ঝানঝাইড় আত-তাওহীদ আস-সালাফিইয়া মাদ্রাসা জামে মসজিদে বাদ যোহর তিনি তাবলীগী সফর করেন। ১৯শে ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ যোহর সদর থানাধীন খোলাহাটী জামে মসজিদে, বাদ আছর চাপাদহ হাফেযিয়া মাদ্রাসা জামে মসজিদে, বাদ এশা পলাশবাড়ী থানাধীন কিসমত কেঁওয়াবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে, ২০শে ফেব্রুয়ারী বুধবার বাদ আছর সদর থানাধীন গোয়াইলবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে, বাদ মাগরিব পলাশবাড়ী থানাধীন কুমিদপুর বাযার আহলেহাদীছ জামে মসজিদে, বাদ এশা পুঁটিমারী আহলেহাদীছ জামে মসজিদে, ২১শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ ফজর কিসমত কেঁওয়াবাড়ী পশ্চিমপাড়া নতুন আহলেহাদীছ জামে মসজিদে তাবলীগী সফর করেন।

উক্ত সফর সমূহে তার সফরসঙ্গী ছিলেন গাইবান্ধা-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শুজাউল করীম, ‘আন্দোলন’-এর প্রাথমিক সদস্য মুহাম্মাদ আনোয়ার, মুহাম্মাদ ফযলুল হক, আবু সাঈদ, মাকছূদুল হক ও গাইবান্ধা-পশ্চিম যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রাসেল প্রমুখ।

সিরাজগঞ্জ ২২শে ফেব্রুয়ারী শুক্রবার : যেলার কাযীপুর থানাধীন বরইতলা আহলেহাদীছ জামে মসজিদে কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ জুম‘আর খুৎবা প্রদান করেন।







আরও
আরও
.