নওদাপাড়া, রাজশাহী ২৩ ও ২৪শে জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : অদ্য সকাল ৯-টায় ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলার হল রুমে ‘শিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। ২দিন ব্যাপী এ প্রশিক্ষণে  বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপক (অবঃ) জনাব আব্দুল লতীফ, ‘আন্দোলনে’র কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যাপক আমীনুল ইসলাম, ‘আন্দোলনে’র কেন্দ্রীয় দফতর সম্পাদক ও শিক্ষাবোর্ডের প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘আন্দোলনে’র কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক দুর্রুল হুদা, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল খালেক সালাফী, ভাইস প্রিন্সিপ্যাল ও শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, রাজশাহী বিএড কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল জনাব আব্দুছ ছামাদ মন্ডল, গাযীপুরস্থ জাপান ইন্টারন্যাশনাল ড্রীম স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ও মাষ্টার ট্রেইনার জনাব মুহাম্মাদ শামসুযযোহা, গাযীপুরস্থ ইউনিভার্সাল ইসলামিক একাডেমীর পরিচালক জনাব খায়রুল ইসলাম এবং শিক্ষাবোর্ডের সচিব জনাব শামসুল আলম প্রমুখ। প্রশিক্ষণে মোট ৩৫টি প্রতিষ্ঠান থেকে ১৯জন প্রতিষ্ঠান প্রধানসহ ৬৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ১ম দিন বাদ মাগরিব প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল ও পরিচালকবৃন্দ ‘প্রতিষ্ঠান পরিচালনা : সমস্যাসমূহ ও উত্তরণের উপায়’ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। এছাড়া শিক্ষকদের ডেমো ক্লাস টেস্ট, মূল্যায়ন পরীক্ষা এবং সবশেষে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান এবং আমীরে জামা‘আতের হেদায়াতী ভাষণের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হয়।  ফালিল্লাহিল হামদ







আরও
আরও
.