রাজশাহী ৭ই মে ১লা রামাযান মঙ্গলবার:
প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়া ব্যবহারের মাধ্যমে মানুষের
দোরগোড়ায় বিশুদ্ধ ইসলামের দাওয়াত পেঁŠছে দেওয়ার লক্ষ্যে অনলাইন ভিত্তিক
টিভি চ্যানেল ‘আত-তাহরীক টিভি’-র শুভ উদ্বোধন করা হয়। অদ্য দুপুর দুইটায়
মুহতারাম আমীরে জামা‘আতের উদ্বোধনী ভাষণ সম্প্রচারের মাধ্যমে এর আনুষ্ঠানিক
যাত্রা শুরু হ’ল। ফালিল্লা-হিল হাম্দ। এর আগে গত ৩০শে এপ্রিল মারকাযে
অনুষ্ঠিত তা‘লীমী বৈঠকে আমীরে জামা‘আত আত-তাহরীক টিভির আনুষ্ঠানিক ঘোষণা
দেন এবং আত-তাহরীক টিভি-র অস্থায়ী স্টুডিও পরিদর্শন করেন। আত-তাহরীক
সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ
কাবীরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব,
হাদীছ ফাউন্ডেশন গবেষণা বিভাগে ব্যবস্থাপনা পরিচালক আহমাদ আব্দুল্লাহ
নাজীব, গবেষণা সহকারী ও মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম,
কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, রাজশাহী-সদর যেলা ‘আন্দোলন’ ও
‘যুবসংঘে’র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ভাষণে মুহতারাম আমীরে জামাআত বলেন, আত-তাহরীক টিভি-র উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দারুল ইমারত আহলেহাদীছ, নওদাপাড়া, রাজশাহীর স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। খুলনা এম.এম. সিটি কলেজে ছাত্র থাকা অবস্থায় ১৯৭৪ সালে ‘আঞ্জুমানে শুববানে আহলেহাদীছ’ অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছিল, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রতিষ্ঠা এবং তার আলোকে পরিশুদ্ধিতা, পরিচর্যা ও জামা‘আতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ সংস্কারের প্রতিজ্ঞা নিয়ে ১৯৯৪ সালের ২৩শে সেপ্টেম্বর রাজশাহী থেকে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে যে মহতী আন্দোলন শুরু করে, আজ তারই একটি নতুন পদক্ষেপ হ’ল ‘আত-তাহরীক টিভি’। ১৪৪০ হিজরীর রামাযানুল মুবারকের শুভক্ষণে আল্লাহর রহমতের পশরা লাভের গভীর আকাঙ্ক্ষা নিয়ে আমরা ‘আত-তাহরীক টিভি’র শুভ যাত্রায় আপনাদের প্রাণখোলা দো‘আ কামনা করছি। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সমাজ সংস্কার আন্দোলনকে এবং মানুষকে আল্লাহর পথে ধরে রাখার জন্য বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে নতুন পদক্ষেপ হিসাবে ‘আত-তাহরীক টিভি’-কে আল্লাহ কবুল করুন এবং সংগঠনের সকল পর্যায়ের সাথী ও কর্মীবৃন্দ সহ এর পরিচালনা পরিষদ, ব্যবস্থাপনা পরিষদ, উপস্থাপক ও আলোচকদের সবাইকে স্রেফ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পূর্ণ ইখলাছের সাথে স্ব স্ব দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফীক দান করুন এই দো‘আ করি। হে আল্লাহ! তুমি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল কর-আমীন!