অভাবের
সংসার। সন্তানদের ক্ষুধার জ্বালা সইতে না পেরে কোন উপায় খুঁজে পাচ্ছিলেন
না। অবশেষে নিজের মাথার চুল বিক্রি করে দিলেন এক ভারতীয় বিধবা। দেশটির
তামিলনাড়ু রাজ্যের সালেম শহরে এমন ঘটনা ঘটেছে। প্রেমা নামের এই নারী
স্বামীর মৃত্যুর পর একেবারে কপর্দকশূন্য হয়ে পড়ে। স্বামী-স্ত্রী দু’জনেই
একটি ইটভাটায় কাজ করত। হঠাৎ প্রেমার স্বামী আড়াই লাখ টাকা ধার করে ব্যবসা
শুরু করে। কিন্তু প্রতারকের ফাঁদে পা দিয়ে দেনায় ডুবে যায়। তারপর
পাওনাদারদের চাপে কয়েকমাস আগে আত্মহত্যা করে। ছোট ছোট তিন সন্তানকে নিয়ে
মহা বিড়ম্বনায় পড়ে যায় সে। বাচ্চাদের দায়িত্ব পালন প্রেমার কাছে কার্যত
অসম্ভব হয়ে দাঁড়ায়। সন্তানদের ক্ষুধার জ্বালা সইতে না পেরে পরিচিত জনদের
কাছে হাত পেতেও কোন সহায়তা পায়নি সে। একসময় এক চুল ক্রেতাকে দেখে সে তার
কাছে ছুটে যায় এবং মাত্র ১৫০ টাকার বিনিময়ে মাথার চুল বিক্রি করে দেয়। এরপর
১০০ টাকা দিয়ে খাবার ও বাকিটা দিয়ে তিনি কীটনাশক কিনতে যান। কিন্তু সন্দেহ
হওয়ায় দোকানী তাকে কীটনাশক দিতে অস্বীকার করে। অভাবের তাড়নায় আত্মহত্যার
সিদ্ধান্ত নিলেও ভাগ্যগুণে সেখানে তার বোন এসে যায় এবং তাকে নিবৃত্ত করে।
[দিনরাত গণতন্ত্রের ফেরিওয়ালারা এর কী জবাব দিবেন?]