রোহিঙ্গা
ইস্যুতে বিতর্কিত ভূমিকার কারণে মিয়ানমারের নেত্রী অং সান সুচির কঠোর
সমালোচনা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, রাখাইন
রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর যে বর্বর
নির্যাতন চালিয়েছে, তার বৈধতা দেয়ার চেষ্টা করছেন শান্তিতে নোবেল জয়ী সুচি।
সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের
ফাঁকে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সুচি প্রসঙ্গে মালয়েশিয়ার ৯৩
বছর বয়ষ্ক বর্ষীয়ান রাজনীতিবিদ মাহাথির বলেন, দেশের স্বার্থের জন্য
‘মঙ্গলজনক’ আখ্যায়িত করে মিয়ানমারের সেনাবাহিনী এসব লোকদের (রোহিঙ্গা) ওপর
নির্যাতন চালাচ্ছে, হত্যা করছে- গণহারে হত্যা, লাশগুলো গণকবরে শায়িত করা
হচ্ছে- এ রকম আর কত কী! তারা যা করছে তাকে শুধু প্রাচীন যুগের হত্যাকান্ডের
সঙ্গেই তুলনা করা যেতে পারে, বর্তমান যুগে নয়। আমরা এটা প্রত্যাশা করি না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাজনীতির কারণে কারাবরণ করেছেন এই
নেত্রী। অতএব এদিক দিয়ে হ’লেও তাকে রোহিঙ্গাদের দুর্ভোগ বোঝা উচিত’।
[সুচির রাজনীতি ছিল দুনিয়া পাওয়ার জন্য। সেটা তিনি পেয়েছেন। এইসব স্বার্থপরদের মাধ্যমে নির্যাতিত মানবতার কোন কল্যাণ কখনো হয়নি, আজও হবে না। অতএব এদেরকে বয়কট করুন ও চাপ সৃষ্টি করুন (স.স.)]