মানুষের জীবন বাঁচাতে রক্তদানের গুরুত্ব আর দশজনের থেকে বেশি অনুধাবন করেন তিনি। তাই তো ৩৩ বছর ধরে দেশ-বিদেশে রক্তদান করে আসছেন মুহাম্মাদ জাবেদ নাসীম নামে কুমিল্লার মুরাদনগর উপযেলার বাসিন্দা রক্তদানের এই জীবন্ত কিংবদন্তি। মানুষের উপকারের নেশা মেটাতে এ পর্যন্ত ১৬৯ বার নিজের মহামূলবান ‘ও নেগেটিভ’ রক্ত দান করেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশে তার গ্রুপের সর্বোচ্চ রক্তদাতা।

জাবেদ জানান, ১৯৮৬ সালে ২৭শে অক্টোবরে মাত্র ১৮ বছর বয়সে রক্তদান শুরু করেন তিনি। রক্তদানের ৩৩ বছরে একই দিন দু’বার রক্তদানের ঘটনাও অনেক রয়েছে তার জীবনে। শুধু দেশেই নয়, বিদেশেও রক্ত দিয়েছেন তিনি।

রক্তদানের জন্য জাবেদ নাসীম ইতিমধ্যে বহু পুরস্কার লাভ করেছেন। তবে জাবেদের মতে, পুরস্কার বা সম্মাননা পাওয়া মুখ্য বিষয় নয়, মানুষের উপকারে আসতে পেরেছেন এতেই সীমাহীন আনন্দ পান তিনি। তার ভাষ্য, জীবনে অন্যের জন্য কিছু করতে না পারলে মানুষ হয়ে কেন জন্মানো! সব কিছুতে টাকা থাকতে হবে, এমনটা নয়।

জাবেদ নাসীম আরও বলেন, মানুষের যখন রক্তের প্রয়োজন হয়, তখন রক্ত দিলে মানসিক যে তৃপ্তি, পৃথিবীর অন্য কিছুর বিনিময়ে সেই তৃপ্তি পাওয়া যাবে না। আমার রক্তে একজন মানুষ বেঁচে যাচ্ছেন এর চেয়ে আনন্দদায়ক আর কী হ’তে পারে জীবনে!

জাবেদ নাসীমের পরামর্শ রক্তদানের এই মহতী কর্মে তরুণদেরকে উদ্বুদ্ধ হ’তে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক ও মানবিক কাজগুলো করতে হবে।

[অশেষ ধন্যবাদ ভাই জাবেদ নাসীমকে। আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন! তবে তার প্রতি উপদেশ থাকবে, তিনি যেন স্রেফ পরকালীন স্বার্থে কাজ করেন এবং মানুষকে মাদকমুক্ত রক্ত দানে উদ্বুদ্ধ করেন। আর এজন্য এদেশের জাতীয় ভিত্তিক একমাত্র ‘মাদকমুক্ত রক্তদান সংস্থা’ ‘আল-‘আওন’-এর সাথে যোগাযোগ রাখেন। মোবা : ০১৭২৩-৯৩৮৩৯৩, ০১৭২০-৪৬৫৭৬৭ (স.স.)]






স্বদেশ-বিদেশ
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
কারাবন্দীরা এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন
করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখের বেশী মানুষের মৃত্যু
কুরআনে বর্ণিত তীন ফলের চাষ হচ্ছে দিনাজপুরে
বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
নিঃসঙ্গতায় ডুবছে জাপান : ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাযার মানুষ!
প্রভুর শোকে সড়কে কুকুরের ৮০ দিন
বিনা ভাড়ায় যাতায়াত সুবিধা লুক্সেমবার্গ
পাট গবেষণা ইন্সটিটিউটের সাফল্য (পাট থেকে তৈরী হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট)
ই-কমার্সের নামে ডিজিটাল প্রতারণা (হাতিয়ে নিয়েছে ২২ লাখ গ্রাহকের ২৬৮ কোটি টাকা)
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফল সংগ্রহশালা ময়মনসিংহে
আরও
আরও
.