আধাঁরে ঢেকে যায় যদি জীবনের আলো,
ভরসার প্রদীপ দূর করবে অন্তরের কালো।
পথের শেষ নেই তবু ছেড়ো না আশা,
সবই সম্ভব যদি করো আল্লাহর ওপর ভরসা।
মাঝ দরিয়ায় ঝড় এলে ভয় পেয়ো না বন্ধু,
আল্লাহর রহমে পার হবে তরী উত্তাল সিন্ধু।
তাকে ডেকো মন থেকে গভীর মুনাজাতে
জরা সব মুছে যাবে রহমতের বারিধারাতে।
মানুষের পরিকল্পনা সবই তো সীমাবদ্ধ,
আল্লাহর ইচ্ছাই সত্য, চূড়ান্ত, বিশুদ্ধ।
রবের কাছে চায় যে, পায় সে রহমত,
আল্লাহর অপার কৃপা অবারিত বরকত।
-মিছবাহুল হক
গোদাগাড়ী, রাজশাহী।