আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাক্বওয়াই জাতীয় উন্নতির চাবিকাঠি

-মুহতারাম আমীরে জামা‘আত

ঢাকা ১৫ আগস্ট সোমবার : অদ্য বাদ আছর ‘আহ’লেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার যৌথ উদ্যোগে ঢাকার ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স’ মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে ‘আহ’লেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সিনিয়র প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, রামাযান মাস হচ্ছে সর্বাধিক তাক্বওয়া অর্জনের মাস। মানুষের সার্বিক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলা এবং যাবতীয় অন্যায় ও গর্হিত কর্ম হ’তে নিজেকে বিরত রাখাই হচ্ছে তাক্বওয়া। তাক্বওয়াপূর্ণ সমাজ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, প্রশাসন দিয়ে জোর করে কখনো অন্যায় বন্ধ করা যায় না, সাময়িক প্রতিরোধ করা যায় মাত্র। কিন্তু তাক্বওয়া অর্জনের ফলে মানুষ এমনিতেই যেকোন অন্যায় কর্ম হ’তে বিরত থাকে। নুযূলে কুরআনের এই মাসে তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহর নিঃশর্ত অনুসারী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য যে, বাদ মাগরিব হ’তে রাত সাড়ে আট-টা পর্যন্ত মুহতারাম আমীরে জামা‘আত শ্রোতাদের করা মাসআলা-মাসায়েল ও সংগঠন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক জনাব তাসলীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফ্ফর বিন মুহসিন, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসান প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর মজলিসে শূরা সদস্য ও ঢাকা বিভাগীয় সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিন হাবীব, যেলা ‘যুবসংঘে’র সভাপতি মাওলানা মুহাম্মাদ ছফিউল্লাহ খান, সহ-সভাপতি মুহাম্মাদ রবীউল ইসলাম, মাওলানা শফীকুল ইসলাম (কাঞ্চন) প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূণুর রশীদ।

দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও রামাযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

‘আহ’লেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও রামাযানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের মধ্য হ’তে ১২টি টিম গঠন করে দেশব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচী পরিচালিত হয়। কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত প্রশিক্ষণ সূচী ও বিষয়বস্ত্তর আলোকে প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন। নিম্নে প্রশিক্ষণের সংক্ষিপ্ত প্রতিবেদন উল্লেখ করা হ’ল।-

সাতক্ষীরা ৪ আগস্ট বৃহস্পতিবার : অদ্য বেলা ১২-টায় বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়া জামে মসজিদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ নযরুল ইসলাম। কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ফযলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহসান হাবীব।

নওগাঁ ৫ আগস্ট শুক্রবার : অদ্য বেলা ১১-টায় যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহ’লেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় পরিষদ সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মানছূরুর রহমান ও যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইন।

খুলনা ৫ আগস্ট শুক্রবার : অদ্য সকাল ৯-টায় নগরীর গোবরচাকা মুহাম্মাদিয়া জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ফযলুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ শেষে রূহুল আমীনকে সভাপতি ও দীদারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক জনাব মুহাম্মাদ আব্দুল কুদ্দূস।

কুষ্টিয়া-পশ্চিম ৫ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার দৌলতপুর থানাধীন দৌলতখালী আহ’লেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাষ্টার আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক জনাব বাহারুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ আকবার হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুহসিন আলী।

টাঙ্গাইল ৫ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা সদরের ভবানীপুর পাতুলী আহ’লেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল হালীম ও জামালপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রশীদ প্রমুখ।

পাবনা ৫ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ সদর থানার ভুরভুরিয়া আহ’লেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার সাবেক শিক্ষক ও গোদাগাড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক জনাব দুররুল হুদা। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা বেলাল হোসাইন ও সঊদী আরব ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক সোহরাব হোসাইন প্রমুখ।

সুধী সমাবেশ

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৭ জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহ’লেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ যেলার যৌথ উদ্যোগে গোমস্তাপুর থানাধীন ইসলামপুর লাল মুহাম্মাদ হাজির টোলা ক্লাব হাট ময়দানে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ড. এ.এস.এম. আযীযুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ আরীফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ উত্তর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুখতার হোসাইন, যেলা ‘আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন ও প্রচার সম্পাদক আব্দুল বারী প্রমুখ।

যুবসংঘ

আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে কোন মূল্যে নিজেকে আল্লাহর পথে ধরে রাখো

-ছাত্রদের উদ্দেশ্যে আমীরে জামা‘আত

রাজশাহী ৯ আগস্ট মঙ্গলবার : অদ্য বিকাল সোয়া ৪-টায় নগরীর সাফাওয়াং চাইনিজ রেস্টুরেন্টে ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে ‘আহ’লেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ছাত্রদের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, নোংরা দলীয় রাজনীতি ও সংস্কৃতির নামে শয়তানী আগ্রাসন থেকে তোমরা নিজেদেরকে শত যোজন দূরে রাখবে। আখেরাতে সফলতা লাভকে জীবনের লক্ষ্য হিসাবে নির্ধারণ করবে। জ্ঞানার্জনের পূর্বে শিক্ষা অর্জন অপরিহার্য। তাই আমি তোমাদেরকে রাজনীতির মিছিলে নয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ও লাইব্রেরীতে দেখতে চাই। সবকিছুর পূর্বে তোমরা প্রকৃত মানুষ হও। দেশে আজ প্রকৃত মানুষের বড় অভাব। কুরআন ও হাদীছের শিক্ষা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। জীবনের সর্বক্ষেত্রে তোমরা এই দু’টি আলোকস্তম্ভ থেকে আলো নিয়ে পথ চলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এএসএম আযীযুল্লাহ, বর্তমান সহ-সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল হালীম ও ইমামুদ্দীন প্রমুখ।

নিজেদেরকে জান্নাতী হবার যোগ্য করে গড়ে তুলুন

- মুহতারাম আমীরে জামা‘আত

রাজশাহী ১৭ আগস্ট বুধবার : অদ্য বিকাল সাড়ে ৪-টায় নগরীর মণিবাজারস্থ জেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব দেশবাসীর প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, পারস্পরিক হিংসা-হানাহানিতে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দুনিয়াবী লোভ ও প্রবৃত্তিপরায়ণতা আমাদেরকে পশুত্বের নিম্নসীমায় নামিয়ে দিয়েছে। রামাযানের ছিয়াম আমাদেরকে দুনিয়া ও আখেরাতে চিরস্থায়ী কল্যাণ ও শান্তির পথ দেখায়। আসুন! আমরা স্ব স্ব প্রবৃত্তিকে দমন করি ও নিজেদেরকে জান্নাতী হওয়ার যোগ্য করে গড়ে তুলি।

মহানগর ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুখতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এএসএম আযীযুল্লাহ ও ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, মহানগর ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি নাযীমুদ্দীন প্রমুখ।

মতবিনিময় সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২০ জুলাই বুধবার : অদ্য দুপুর ১২-টায় ইসলামী বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ‘বাংলাদেশ আহ’লেহাদীছ যুবসংঘ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি হাসান আল-মাহমূদ লিওন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. এএসএম আযীযুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আবু ছালেহ, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, অর্থ সম্পাদক যিয়াউর রহমান, দফতর সম্পাদক সালেকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন এবং দাওয়াতী কাজ আরও জোরদার করার পরামর্শ দেন।

প্রবাসী সংবাদ

এলাকা সফর

আল-খাফজী ৯ জুন বৃহস্পতিবার : অদ্য বাদ এশা ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর উদ্যোগে আল-খাফজী এলাকায় এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আল-খাফজী শাখা ‘আন্দোলন’-এর সভাপতি তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী আববাস, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম ও সমাজকল্যাণ সম্পাদক মির্জা সিরাজ আহমাদ। রাতে সাধারণ কর্মী ও সুধীদের সাথে উন্মুক্ত আলোচনা অতঃপর বাদ ফজর থেকে সকাল ৮টা পর্যন্ত সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী ও মযবুত করার লক্ষ্যে বিভিন্ন শাখার দায়িত্বশীলদের সাথে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

দাম্মাম ১০জুন শুক্রবার : অদ্য বাদ আছর ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর উদ্যোগে দাম্মাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হোটেলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। দাম্মাম শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী আববাস, সমাজকল্যাণ সম্পাদক মির্জা সিরাজ আহমাদ ও অর্থ সম্পাদক মুহাম্মদ ইবরাহীম। অনুষ্ঠানে ৯ সদস্য বিশিষ্ট ‘আহ’লেহাদীছ আন্দোলন’ দাম্মাম শাখা কমিটি পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে ৫০/৬০ জন বিশিষ্ট সুধী উপস্থিত ছিলেন।

জেদ্দা ১৬ জুন বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর উদ্যোগে জেদ্দা শহরে অবস্থিত একটি হোটেলে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেদ্দা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব শাহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী আববাস ও সহকারী অর্থ সম্পাদক কাযী রিয়াযুল ইসলাম। অনুষ্ঠানে ১৩ সদস্য বিশিষ্ট ‘আহ’লেহাদীছ আন্দোলন’ জেদ্দা শাখা কমিটি গঠন করা হয়।

কর্মী সমাবেশ

আস-সুলাই, রিয়াদ ২৪ জুন শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৯-টায়  রিয়াদস্থ আস-সুলাই অঞ্চলের একটি কমিউনিটি সেন্টারে ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সঊদী আরব ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘আহ’লেহাদীছ আন্দোলন’ সঊদী আরব-এর সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী আববাস, হাফেয মুহাম্মাদ আখতার, আব্দুল ওয়াহেদ প্রমুখ। সমাবেশে বক্তাগণ আহ’লেহাদীছ আন্দোলনের উৎপত্তি ও ক্রমবিকাশ, আহ’লেহাদীছ আন্দোলন ও অন্যান্য সংগঠনের মধ্যে মৌলিক পার্থক্য এবং আহ’লেহাদীছ আন্দোলনের গুরুত্ব ও এ আন্দোলনের অগ্রগতিতে নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

বিভিন্ন শাখার দায়িত্বশীলগণসহ রিয়াদের বাংলাদেশ কমিউনিটির মধ্য হ’তে আন্দোলনের বেশ কিছু শুভাকাংখী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মী ও দায়িত্বশীলগণ নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী একক সংগঠন ‘আহ’লেহাদীছ আন্দোলন’-এর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সর্বস্তরে ছড়িয়ে থাকা শিরক, বিদ‘আত ও কুসংস্কার এবং যাবতীয় অপসংস্কৃতির বিপরীতে পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহর দাওয়াত পৌঁছে দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।






মহিলা সংস্থা
সুশৃঙ্খল ও জামা‘আতবদ্ধভাবে আল্লাহর পথে কাজ করুন! (যেলা সম্মেলন : খুলনা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমীরে জামা‘আতের সাক্ষাৎ
তাওহীদ, রিসালাত ও আখেরাত বিশ্বাসের ভিত্তিতে জীবন পরিচালনা করুন! (যেলা সম্মেলন : কক্সবাজার ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসংঘ ও আল-‘আওন
কর্মী সমাবেশ
সকল বাধা অতিক্রম করে আহলেহাদীছ আন্দোলন চালিয়ে যান - -আমীরে জামা‘আত
কর্মী সমাবেশ
চলে গেলেন নেপালের বর্ষীয়ান আহলেহাদীছ আলেম মাওলানা আব্দুল হান্নান ফায়যী
সংগঠন সংবাদ
অভিভাবক ও সুধী সমাবেশ
আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি গঠন
আরও
আরও
.