গত সংখ্যার সাধারণ জ্ঞান  (সীরাত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ১ বার। বিদায় হজ্জ ১০ম হিজরী।

২. ১ লক্ষ ২৪/৩০ হাযার।        ৩. নয়টি রামাযান।

৪. ১২ই রবিউল আওয়াল সোমবার, ১১ হিজরী।

৫. ৬৩ বছর।

৬. তাঁর নিজ গৃহে তথা আয়েশা (রাঃ)-এর গৃহে।

৭. নির্দিষ্ট কোন ইমাম ছিল না। এককভাবে ১০ জন করে লোক আয়েশা (রাঃ)-এর গৃহে প্রবেশ করে জানাযা পড়েন।

৮. ৯ জন।                        ৯. খাদীজা (রাঃ)।

১০. খাদীজা বিনতে খুওয়াইলিদ (মৃত্যু রামাযান ১০ম নববী বর্ষ) ও যয়নাব বিনতে খুযায়মা (মৃত্যু ৩ হি.)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. লেকরিমাল গ্রন্থি থেকে।      ২. ১২৫ মিটার।

৩. ০.৪ সেকেন্ড।                  ৪. কিডনী।

৫. কিডনীতে।                    ৬. থাইরক্সিন।

৭. রেটিনা।                        ৮. পেপসিন।

৯. টিস্প্যানিক পর্দা।             ১০. কার্বন।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ক্বিয়ামত বিষয়ক)

১. ক্বিয়ামত কোন দিন সংঘটিত হবে?

২. ক্বিয়ামতের বড় বড় ৩টি নিদর্শন কি কি?

৩.ক্বিয়ামতের দিন হাওয কাওছারের পানি কাদেরকে পান করতে দেওয়া হবে না?

৪. ক্বিয়ামতের দিন মীযানে কি কি ওযন করা হবে?

৫. ক্বিয়ামতে কাদের গর্দান সবচেয়ে উঁচু হবে?

৬. ক্বিয়ামতে নূরের মিম্বরে কারা উপবেশন করবে?

৭. ক্বিয়ামতের দিন দুনিয়ার ৫০ হাযার বছরের সমান। মুমিনদের জন্য এ দিন কত দিনের সমান হবে?

৮. ক্বিয়ামতে নবী করীম (ছাঃ)-এর শাফা‘আত কার জন্য অবধারিত হবে?

৯. ক্বিয়ামতের দিন কি দেখে মুমিনগণ আল্লাহকে চিনতে পেরে সিজদা করবে?

১০. ক্বিয়ামতের দিন সূর্য মানুষের কতটা নিকটবর্তী হবে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)

১. যকৃত বা পেশী কোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে?

২. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি?

৩. কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয়?

৪. ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে?

৫. দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য?

৬. জীবন রক্ষাকারী হরমোন কোনটি?

৭. ফসফরাস বেশী থাকে কোন অঙ্গে?

৮. খাদ্যদ্রব্য সবচেয়ে বেশী শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে?

৯. প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত?

১০. মানুষের করোটিতে কতটি অস্থি থাকে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বখশী বাজার, ঢাকা।

সোনামণি সংবাদ

হড়গ্রাম পূর্ব শেখপাড়া, রাজপাড়া, রাজশাহী ৩রা ডিসেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার রাজপাড়া থানাধীন হড়গ্রাম পূর্ব শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার অর্থ সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ খালেদ হাসান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আব্দুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে সানজিদা খাতূন।

ভূগরইল উত্তরপাড়া, শাহমখদুম, রাজশাহী ৩রা ডিসেম্বর মঙ্গলবার : অদ্য দুপুর ২-টায় যেলার শাহমখদুম থানাধীন ভূগরইল উত্তরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী এলাকা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ বারাকাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি তামান্না খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ যাকির হোসাইন।

টেমা, মোহনপুর, রাজশাহী ১০ই ডিসেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ৭-টায় যেলার মোহনপুর থানাধীন টেমা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ ইবরাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘সোনামণি’ নওদাপাড়া মারকায এলাকার সূর্যমুখী শাখার সহ-পরিচালক আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আবু তালেব ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারিয়াম খাতূন।

বনগাঁও, হরিপুর, ঠাকুরগাঁও ১৮ই ডিসেম্বর বুধবার : অদ্য সকাল ১১-টায় যেলার হরিপুর থানাধীন বনগাঁও ইসলামিক একাডেমীতে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আসাদুল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে মীযানুর রহমান।

হাবাসপুর, বাঘা, রাজশাহী ২০শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার বাঘা থানাধীন হাবাসপুর মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাঘা উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম ও ‘সোনামণি’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার পরিচালক মুহাম্মাদ খায়রুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আরীফুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ সাইফুল ইসলাম।

শাহপাড়া, রাণীনগর, নওগাঁ ২২শে ডিসেম্বর রবিবার : অদ্য বাদ আছর যেলার রাণীনগর থানাধীন শাহপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ শু‘আইব শাহরিয়ার ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারিয়াম খাতূন।

বাজেধনেশ্বর, আত্রাই, নওগাঁ ২৪শে ডিসেম্বর মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় যেলার আত্রাই থানাধীন বাজেধনেশ্বর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ছিয়াম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আয়েশা আখতার।

মজপাড়া, বাগমারা, রাজশাহী ২৪শে ডিসেম্বর মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার বাগমারা থানাধীন মজপাড়া হাফেযিয়া মাদ্রাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম ও ‘সোনামণি’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মাহদী হাসান সুমন ও ইসলামী জাগরণী পরিবেশন করে আরীফুল ইসলাম।

দক্ষিণ ছয়ঘরিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন দক্ষিণ ছয়ঘরিয়া ফছীহুদ্দীন হাফিযিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানায় ‘সোনামণি’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অনুষ্ঠান শেষে হাফেয ওবায়দুল্লাহকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

ব্রজনাথপুর, পাবনা ২৭শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর যেলার সদর থানাধীন ব্রজনাথপুর মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে  ‘সোনামণি’  পাবনা  সাংগঠনিক  যেলার  উদ্যোগে  এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাবনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম, সহ-পরিচালক আবু হানীফ ও আল-‘আওন-এর সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সোহরাব আলী, ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ হাসান আলী ও আল-‘আওনের সভাপতি ইকবাল হোসাইন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ খালেদ হাসান ও ইসলামী জাগরণী পরিবেশন করে মারিয়াম খাতূন।

ধানতৈড়, তানোর, রাজশাহী ১লা জানুূয়ারী বুধবার : অদ্য বাদ আছর যেলার তানোর থানাধীন ধানতৈড় আহলেহাদীছ মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মাওলানা যয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘সোনামণি’ রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলার সহ-পরিচালক মুহাম্মাদ লুৎফর রহমান ও মুহাম্মাদ আনারুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ফাহীম ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফারহানা খাতূন।






আরও
আরও
.