গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ১১৫ বার।                     ২. ১১৪ বার।

৩. ৩,২৩,৬৭১টি।               ৪. ৭৭,৪৩৯টি।

৫. ৫৭ বার।

৬. ১৩৯ বার (এক বচন, দ্বিবচন ও বহু বচনে)।

৭. ৭৭ বার।          ৮. ১২৬ বার।

৯. ৬ বার।            ১০. সূরা ফাতাহ-এর ২৯ নং আয়াতে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআনের কোন্ সূরায় ‘মীম’ অক্ষরটি নেই?

২. পবিত্র কুরআনের কোন্ সূরায় ‘কাফ’ অক্ষরটি নেই?

৩. পবিত্র কুরআনের কোন্ সূরায় দু’বার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ রয়েছে?

৪. পবিত্র কুরআনের কোন্ সূরায় প্রথমে ‘বিসমিল্লাহ’ নেই?

৫. পবিত্র কুরআনের মোট কতবার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ রয়েছে?

৬. কোন্ সূরা সম্পর্কে ইমাম শাফেঈ বলেন, ‘মানুষের জন্য এ সূরাটি ব্যতীত অন্য সূরা নাযিল না হ’লেও যথেষ্ট হ’ত’?

৭. পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ করা হয়েছে?

৮. মাক্কী ও মাদানী সূরা বলতে কি বুঝায়?

৯. ‘মুহাম্মাদ’ (ছাঃ)-এর নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে?

১০. পবিত্র কুরআনের কোন আয়াত সর্বপ্রথম নাযিল হয়?

 সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

সোনামণি সংবাদ

জামনগর, বাগাতিপাড়া, নাটোর ২২ জুন রবিবার : অদ্য বাদ আছর জামনগর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মুহাম্মাদ রায়হান। অনুষ্ঠানে নাটোর যেলা ও জামনগর শাখা গঠন করা হয়।

বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ ২ জুলাই ৩ রামাযান বুধবার : অদ্য বেলা সাড়ে ১০-টায় ‘সোনামণি’ সিরাজগঞ্জ যেলার উদ্যোগে বড়কুড়া আহলেহাদীছ জামে মসজিদ সংগলণ মক্তবে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা পরিচালক আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘সোনামণি’ যেলা সহ-পরিচালক আব্দুল মুমিন।

চরকুড়া, কামারখন্দ, ৩ জুলাই ৪ রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় চরকুড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা যেলা ‘যুবসংঘ’-এর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাছরুল্লাহ, যেলা সোনামণি’র পরিচালক আব্দুল মুমিন ও সহ-পরিচালক আব্দুল মুমিন।

গারুদহ, সিরাজগঞ্জ ৪ জুলাই ৫ রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ গারুদহ শিশুসদন উচ্চ বিদ্যালয়ে সোনামণি সিরাজগঞ্জ যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল-হারূণের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘সোনামণি’ পরিচালক আব্দুল মুমিন, সহ-পরিচালক আব্দুল মুমিন, চরকুড়া শাখা পরিচালক রূহুল আমীন, গারুদহ আহলেহাদীছ জামে মসজিদের ইমাম ও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল লতীফ। প্রশিক্ষণ শেষে উপস্থিত সোনামণিদের একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় এবং তাদেরকে পুরুষ্কৃত করা হয়।

মহিমাগঞ্জ, গাইবান্ধা ৫ জুলাই ৬ রামাযান শনিবার : অদ্য বাদ যোহর দক্ষিণ ছয়ঘরিয়া ফসিরুদ্দীন হাফিযিয়া মাদরাসায় সোনামণি গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও ‘সোনামণি’র উপদেষ্টা আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অনুষ্ঠানে হাফেয ওবায়দুল্লাহকে পরিচালক করে ২০১৩-২০১৫ সেশনের জন্য ৫ সদস্য বিশিষ্ট সোনামণি গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

মজপাড়া, বাগমারা, রাজশাহী ১৭ জুলাই বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মজপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র উপযেলা ‘সোনামণি’ উপদেষ্টা জনাব ইয়াকূব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন উপযেলা ‘সোনামণি’ সহ-পরিচালক হাফেয শহীদুল ইসলাম ও অত্র শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আযহার আলী।

মধ্য ভুগরইল, পবা, রাজশাহী ২২ জুলাই মঙ্গলবার : অদ্য বাদ আছর মধ্য ভুগরইল আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক জনাব লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন রাজশাহী যেলার সাবেক ‘সোনামণি’ সহ-পরিচালক মুসলিমুদ্দীন, অত্র শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি রবীউল ইসলাম, ‘সোনামণি’ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর সূর্যমুখী শাখার সহ-পরিচালক হাফেয মুহাম্মাদ ইউনুস ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী-র ১০ম শ্রেণীর ছাত্র হাফেয আব্দুল আলীম।

নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া ২৫ জুলাই শুক্রবার : অদ্য বাদ জুম‘আ নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪ উপলক্ষে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব হাশীমুদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-পরিচালক সাখাওয়াত হুসাইন।

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ২৭ জুলাই রবিবার : অদ্য বাদ আছর স্থানীয় ডাকবাংলাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অতঃপর পবিত্র মাহে রামাযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত যেলা ম্যাজিষ্ট্রেট (অবঃ) আলহাজ্জ মুহাম্মাদ আব্দুল হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল হুসাইন, ‘যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর যেলার সহ-সভাপতি আমানুল্লাহ ও অত্র যেলার ‘সোনামণি’ পরিচালক আনোয়ার হুসাইন।

সমসপুর, বাগমারা, রাজশাহী ৩০ জুলাই বুধবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় সমসপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র শাখা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ইন্দ্রপুর দাখিল মাদরাসার বি.এস-সি শিক্ষক জনাব মুজীবুর রহমান ও অত্র শাখা ‘যুবসংঘ’-এর সভাপতি আজীবর রহমান।

বানাইপুর, বাগমারা, রাজশাহী ৮ আগস্ট শুক্রবার : অদ্য বাদ জুম‘আ বানাইপুর আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সোনামণি রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার পরিচালক ডা. মুহাম্মাদ মুহসিন ও হাট গাঙ্গোপাড়া এলাকার পরিচালক হাফেয শহীদুল ইসলাম।

ছোট্ট খোকা

এফ.এম.নাছরুল্লাহ হায়দার

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।

ছোট্ট খোকা আধো আধো

মিষ্টি কথা বলে,

রূপখানি তার যাদুমাখা

হীরা-মানিক জ্বলে।

হাসি যেন এক ফালি চাঁদ

আলতো গোছা পা,

নাদুস-নুদুস গড়ন খানি

উদাম সারা গা।

মায়ের কোলে আসে খোকা

একটু খিদে পেলে,

সারা বেলা করে খেলা

ডালিম গাছের তলে।

***






আরও
আরও
.