গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. ১১৪টি।             ২. দুই শ্রেণীতে; (ক) মাক্কী (খ) মাদানী।

৩. মাক্কী সূরা।        ৪. মাদানী সূরা।

৫. ৮৬টি ও ২৮টি।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর

১. উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে মহাসাগর বলে।

২. মহাসাগরের চেয়ে আয়তনে ছোট পানি রাশিকে সাগর বলে।

৩. তিনদিকে স্থল দ্বারা বেষ্টিত পানি রাশিকে উপসাগর বলে।

৪. চারদিকে স্থল বেষ্টিত প্রাকৃতিক পানিরাশিকে হরদ বলে।

৫. ৫টি। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর বা আর্কটিক মহাসাগর, দক্ষিণ বা এ্যান্টির্কটিক মহাসাগর।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. কোন ছাহাবী দো‘আ করলেই আল্লাহ কবুল করতেন?

২. কোন ছাহাবী নবী করীম (ছাঃ)-এর মামা ছিলেন?

৩. কোন ছাহাবীকে মহানবী (ছাঃ) গোপনীয় বিষয় জানাতেন?

৪. কোন ছাহাবীকে জান্নাতের আটটি দরজা থেকেই আহবান করা হবে?

৫. কোন ছাহাবীর আকৃতিতে মহানবী (ছাঃ)-এর নিকট জিবরীল (আঃ) আগমন করতেন?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান)

১. কোন কোন ফল ও সবজি গাছ হ’তে বহুগুণে মোটা?         

২. সাধারণতঃ কোন রং-এর ফুলে গন্ধ নেই?

৩. জন্মের সময় সম্পূর্ণ আবৃত অবস্থায় থাকে কোন উদ্ভিদ?      

৪. অতি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কি??

৫. অতি অল্প সময়ে পেকে যায় কোন উদ্ভিদ?

৬. রাতের বেলা কোন ফুলের গন্ধ বেশী ছড়ায়?

সংগ্রহে : আতাউর রহমান

সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ।

সোনামণি

যাকওয়ান হুসাইন

নওদাপাড়া, রাজশাহী।

আমরা সোনামণি রাসূলের আদর্শের দল

আল্লাহই কেবল মোদের সহায়

কুরআন মোদের বল।

সত্য-ন্যায়ে উঠব জেগে এই ধরার মাঝে

হকের দাওয়াত দিয়ে যাব সকাল দুপুর সাঝে।

সত্য-ন্যায়ের হব মোরা নির্ভীক রূপকার,

রুখে দেবো পৃথিবীর সব যুলুম অনাচার।

আমরাই হব এই বাংলার নির্ভীক কান্ডারী

হারানো গৌরব আনব ফিরিয়ে খুবই তাড়াতাড়ি।

এই যমীনে অহি-র বিধান প্রতিষ্ঠা

মোদের অঙ্গীকার

দূর করব যত দুর্নীতি, অনাচার

আর সকল কুসংস্কার

এই বাংলাকে করবোই কুরআনের খনি

সেই শপথ নিয়ে জেগেছি-

আমরা সোনামণি।

শান্তির শ্লোগান

আব্দুর রহমান

নিশান মোড়, কুষ্টিয়া।

আমরা তরুণ বিবাদ ভুলে

একই সাথে থাকবো

এই দুনিয়ার ফুল বাগিচায়

ফুল হয়ে ফুটবো।

শিরক-বিদ‘আত কুসংস্কার

দু’পায়ে মোরা দলব

কুরআন-হাদীছ বুঝে পড়ে

জীবনটাকে গড়বো।

অাঁধার কেটে আলো এনে

সমাজটাকে গড়বো

আল-কুরআনের বাণী নিয়ে

সত্য পথে চলবো।

খাঁটি মুমিন

নাজমুল ইসলাম

 গোভীপুর, মেহেরপুর।

সকাল-সাঝে মনোযোগে

কুরআন-হাদীছ পড়

শিরক-বিদ‘আত ছেড়ে দিয়ে

সুন্দর জীবন গড়।

বিদ‘আতীদের মিথ্যা কথায়

আছে অনেক রস

জাল হাদীছের আশ্রয় নিয়ে

করবে তোমায় বশ।

সাবধান থেকো শয়তান হ’তে

যত মুসলমান

পীর-ফকীরদের কোন কথায়

দিওনাকো কান।

নিজে বাঁচ ঈমান বাঁচাও

মান ছহীহ হাদীছ

তবেই হবে খাঁটি মুমিন

নইলে হবে খবীছ।

***






আরও
আরও
.