গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১। ইরাকের বাবেল শহরে।
২। ৪০ বছর বয়সে।
৩। সারা ও লূত (আঃ)।
৪। ক্যালেডীয়।
৫। মীনায়।
গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১। খেজুর ২। ইঁদুর ৩। হাডুডু
৪। চাঁদ ৫। দরজার খিল।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১। আরব ভূখন্ডে অবস্থিত পৃথিবীর দুই পবিত্র স্থানের নাম কি?
২। বায়তুল মুক্বাদ্দাস বায়তুল্লাহর কত বছর পরে নির্মিত হয়?
৩। বায়তুল মুক্বাদ্দাস প্রথম কাদের হাতে নির্মিত হয়?
৪। বায়তুল মুক্বাদ্দাস দ্বিতীয়বার নির্মাণ করেন কে?
৫। বায়তুল মুক্বাদ্দাস পুনঃনির্মাণ করেন কে?
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (দৈনন্দিন বিজ্ঞান)
১। কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশী?
২। কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে কম?
৩। বিশ্বের সর্বোচ্চ আয়ের দেশ কোনটি?
৪। বিশ্বের সর্বনিম্ন আয়ের দেশ কোনটি?
৫। বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে?
সংগ্রহে : ওবাইদুল্লাহ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
শ্বেতপুর, বুধহাটা, সাতক্ষীরা ১৮ জানুয়ারী রোজ বুধবার : অদ্য বাদ আছর শ্বেতপুর পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি সাতক্ষীরা সাংগঠনিক যেলার পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সদর উপযেলার সাধারণ সম্পাদক মুযাফফর রহমান, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বুধহাটা এলাকার সভাপতি মাওলানা মীযানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বুধহাটা এলাকা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক ও অত্র মসজিদের ইমাম মাওলানা শফিউল আলম।
বাঁকাল, সাতক্ষীরা ১৯ জানুয়ারী বৃহস্পতিবার : অদ্য বেলা ১১-টায় দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল জামে মসজিদে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি সাতক্ষীরা সাংগঠনিক যেলার সহ-পরিচালক মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সদর উপযেলার সাধারণ সম্পাদক মুযাফফর রহমান ও অত্র মাদরাসার শিক্ষক মাওলানা হাশেম আলী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ মুনীরুল ইসলাম।
পুরাতন সাতক্ষীরা ২০ জানুয়ারী শুক্রবার : অদ্য বাদ আছর পুরাতন সাতক্ষীরা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি সাতক্ষীরা সাংগঠনিক যেলার সহ-পরিচালক মুহাম্মাদ ইসরাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পুরাতন সাতক্ষীরা এলাকার সভাপতি মুহাম্মাদ নাছীরুদ্দীন। পরিশেষে পাঁচ সদস্য বিশিষ্ট পুরাতন সাতক্ষীরা সোনামণি বালক ও বালিকা শাখা গঠন করা হয়।
কুরআন-হাদীছ মূল
শরীফ মুহাম্মাদ জাহিদুল হাসান
ছোটশালঘর, দেবিদ্বার, কুমিল্লা।
আমরা কচি আমরা ফুল
চলবো না সে পথে যেথায় ভুল,
আমরা ভাই ভাই
তাওহীদের গান গাই।
আমরা শিশু আমরা নবীন
আমরা রঙিন ফুল,
সবার কাছে জানিয়ে দেব
কুরআন-হাদীছ মূল।
***
ভয় নেই
মুহাম্মাদ সুলতান মাহমূদ
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
মহান আল্লাহ সহায় তোমার
কিসের কর ভয়,
বীর দর্পে এগিয়ে চল
তোমার হবে জয়।
মুসলিম হ’ল বীরের জাতি
হয়নি কখনো নত,
দ্বীন প্রচারে রক্ত দিয়েছে
প্রাণ দিয়েছে কত
বিশ্ব তোমার বিরোধী বলে
পিছাপা হবে না কভু,
মুমিন হ’লে তুমি বিজয়ী হবে
বলেছেন মহান প্রভু।
এগিয়ে চল ঈমান নিয়ে
তোমার হবে জয়,
আল্লাহ আছেন তোমার সাথে
নেই তোমার কোন ভয়।
***