‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার সাবেক সভাপতি, সাতক্ষীরার বাঁকালস্থ দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ ও ইয়াতীমখানার প্রাক্তন পরিচালক এবং সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুর রহমান মাস্টার (৯৬) বার্ধক্য জনিত কারণে গত ৬ই ডিসেম্বর’১৯ শুক্রবার বাদ ফজর ইটাগাছায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বাদ আছর নিজ বাসভবনের পার্শ্ববর্তী রাইস মিলের চাতালে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র মুহাম্মাদ লুৎফুল ক্বাদীর। অতঃপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও মুহতারাম আমীরে জামা‘আত মেহেরপুর যেলা সম্মেলনে যোগদান শেষে পরদিন সকালে সাতক্ষীরায় এসে সরাসরি তার বাসায় গমন করেন। অতঃপর তাঁর কবর যিয়ারত করেন ও সন্তানদের সান্ত্বনা প্রদান করেন।

[আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]







ছহীহ হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ
আল-‘আওন (যেলা কমিটি সমূহ গঠন ও পুনর্গঠন)
‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর গবেষণা সহকারী নূরুল ইসলাম-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ
নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকায় সপ্তাহব্যাপী সফরে আমীরে জামা‘আত
সংগঠন সংবাদ
সংগঠন সংবাদ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরব আমীরাত ও সঊদী আরব সফর
ইসলামী সম্মেলন (কুলাউড়া, মৌলভীবাজার)
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ পাকিস্তানের সিনিয়র নায়েবে আমীর
‘তারুণ্যের আত্মপাঠ ও ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এক সেমিনার (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
মাসিক ইজতেমা ও তা‘লীমী বৈঠক (নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া, সৈয়দপুর, নীলফামারী, কলমাকান্দা, নেত্রকোনা )
যুবসংঘ সেমিনার
আরও
আরও
.