‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার সাবেক সভাপতি, সাতক্ষীরার বাঁকালস্থ দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ ও ইয়াতীমখানার প্রাক্তন পরিচালক এবং সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আব্দুর রহমান মাস্টার (৯৬) বার্ধক্য জনিত কারণে গত ৬ই ডিসেম্বর’১৯ শুক্রবার বাদ ফজর ইটাগাছায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বাদ আছর নিজ বাসভবনের পার্শ্ববর্তী রাইস মিলের চাতালে তাঁর জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র মুহাম্মাদ লুৎফুল ক্বাদীর। অতঃপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য যে, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও মুহতারাম আমীরে জামা‘আত মেহেরপুর যেলা সম্মেলনে যোগদান শেষে পরদিন সকালে সাতক্ষীরায় এসে সরাসরি তার বাসায় গমন করেন। অতঃপর তাঁর কবর যিয়ারত করেন ও সন্তানদের সান্ত্বনা প্রদান করেন।

[আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।-সম্পাদক]







মাওলানা শামসুদ্দীন-এর মৃত্যু সংবাদ
যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (১ম পর্ব)
কেন্দ্রীয় দাঈর সফর
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি (আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ)
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
যুবসংঘ (তাবলীগী সভা)
মৃত্যু সংবাদ
উপযেলা সম্মেলন
কেন্দ্রীয় শিক্ষাসফর ২০২১ : বান্দরবান (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
আসুন জামা‘আতবদ্ধভাবে সমাজ সংস্কারে ব্রতী হই! - -আমীরে জামা‘আত
আল-‘আওন
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.