ডাক বাংলা, ঝিনাইদহ, ২৫শে নভেম্বর, সোমবার : অদ্য বাদ আছর যেলার ডাকবাংলাস্থ আব্দুর রঊফ ডিগ্রী কলেজ মাঠে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি তাঁর ভাষণে বলেন, একজন মানুষের মধ্যে আল্লাহভীতি সৃষ্টির মাধ্যমেই তাকে পাপ কাজ থেকে দূরে রাখা সম্ভব। সে যখন জানবে যে, ‘নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ও দেখেন’ (হজ্জ ২২/৭৫) তখন সে আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকবে। তিনি বলেন, প্রত্যেক মানুষকেই মরতে হবে। মৃত্যুর পর আমাদের ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। দুনিয়াতে ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে অন্যথায় জাহান্নামের আগুনে চিরদিন জ্বলতে হবে। জান্নাতে যাওয়ার জন্য মানুষের আক্বীদা সংশোধন করতে হবে। মানুষের আনুগত্য হ’তে হবে আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। অতঃপর তিনি মানুষকে স্মরণ করিয়ে দেন যে, পাঁচটি প্রশ্নের জওয়াব না দেওয়া পর্যন্ত কেউ ক্বিয়ামতে এক পা সামনে আগাতে পারবে না।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ, ‘আল-‘আওন’-এর কেন্দ্রীয় সাধারণ সস্পাদক মুহাম্মাদ জাহিদ, যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ রবীউল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি ফয়ছাল কবীর, ‘আল-‘আওন’-এর সভাপতি হোসাইন কবীর প্রমুখ। সম্মেলনে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

আল-‘আওন : সম্মেলন স্থলের পার্শ্বে স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন-এর ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিংএ ৬৮ জনের ব্লাড গ্রুপিং করা হয় এবং ৩৬ জন ডোনর তালিকাভুক্ত হন।






আরও
আরও
.