২২শে ডিসেম্বর রবিবার চারাইলদার দাখিল মাদ্রাসা ময়দান, মেলান্দহ, জামালপুর : অদ্য বাদ যোহর যেলার মেলান্দহ উপযেলাধীন চারাইলদার দাখিল মাদ্রাসা ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন’ জামালপুর যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা নিসার ১৩৫ আয়াত তেলাওয়াত করে বলেন, সমাজে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার সর্বোত্তম মাধ্যম ন্যায়বিচার। ন্যায়বিচার ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রে বিশৃংখলা দেখা দেবে। তাই ন্যায়বিচারের নির্দেশ দিয়ে আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাক আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতা-মাতা ও নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়’ (নিসা ৪/১৩৫)। আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির ‘ল’ ফ্যাকাল্টির লাইব্রেরীর সামনে ন্যায়বিচারের সর্বোচ্চ বাণী হিসাবে সূরা নিসা ১৩৫ আয়াতের ইংরেজী অনুবাদ ইস্পাতের সাইনবোর্ডে খোদাই করে লিপিবদ্ধ আছে। উক্ত আয়াতের আলোকে সার্বিক জীবনে ন্যায় বিচার কায়েম করুন। তবেই সার্বিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।

জামালপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম, ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শামীম আখতার হাক্কানী (মুর্শিদাবাদ, ভারত), আল-আওনে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির, যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা রফীকুল ইসলাম বেলাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হাবীবুল্লাহ, ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ক্বামারুয্যামান বিন আব্দুল বারী, ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ মাসঊদ, যেলা আল-‘আওনে’র সভাপতি আব্দুল আলীম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন জামালপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র সাবেক সভাপতি আব্দুছ ছবূর। সম্মেলনে পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।

আল-‘আওন : অত্র সম্মেলনে যেলা আল-‘আওনের পক্ষ থেকে রক্তদাতা সদস্য সংগ্রহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিংয়ে ৭২ জনের ব্লাড গ্রুপিং ও ২৮ জন ‘ডোনর’ তালিকাভুক্ত হন।







আরও
আরও
.