সাঘাটা, গাইবান্ধা ২৯শে জুলাই বুধবার : অদ্য
সকাল ১০-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’
গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে সাঘাটা থানার ভরতখালী ও অনন্তপুর
এলাকার ১৫০টি বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল,
আলু, তেল, মরিচ ও পেঁয়াজ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে
উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা মুহাম্মাদ আব্দুল জলীল
সরকার, সভাপতি মাওলানা মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ
রফীকুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মশীউর রহমান, গাইবান্ধা-পশ্চিম
সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন ও ‘সোনামণি’র
পরিচালক মুহাম্মাদ ওবায়দুল্লাহ প্রমুখ।
ইসলামপুর, জামালপুর ২রা আগস্ট রবিবার : অদ্য সকাল ৮-টায় ‘সোনামণি’ গাযীপুর যেলার উদ্যোগে জামালপুর যেলার ইসলামপুর উপযেলার যমুনা তীরবর্তী গঙ্গারপাড়া ও চিনাডুলী এলাকায় ১০২টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে ময়দা, আলু, পেঁয়াজ ও কুরবানীর গোশত এবং নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ শাহীন, ‘সোনামণি’র পরিচালক হাফেয যোবাইদুর রহমান, গাযীপুর যেলা ‘সোনামণি’র পরিচালক শরীফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গাযীপুর যেলার দায়িত্বশীলগণ ঈদের দিন ত্রাণ সামগ্রী প্যাকেট করে রাতে রওয়ানা হয়ে পরদিন সকালে জামালপুর পৌঁছেন। অতঃপর সকাল ৮-টা হ’তে ত্রাণ বিতরণ শুরু করেন।
সারিয়াকান্দি, বগুড়া ৩রা আগস্ট সোমবার : অদ্য বাদ যোহর বগুড়া যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে সারিয়াকান্দি উপযেলার চর বেনীপুর, চর করমজা পাড়া, চর দিঘা পাড়া, চর নয়াপাড়া, চর চকরতিনায় ৩২০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান, প্রচার সম্পাদক আশরাফুল আলম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আল-আমীন, সহ-সভাপতি হাফেয মীযানুর রহমান, সারিয়াকান্দি উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হাকীমসহ উপযেলা ‘যুবসংঘ’-এর কর্ম পরিষদ।
ফুলছড়ি, গাইবান্ধা ৩রা আগস্ট সোমবার : অদ্য বাদ যোহর গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে ফুলছড়ি উপযেলার ঝানঝাইর চরের গুচ্ছগ্রাম ও আত-তাওহীদ সালাফিইয়াহ মাদ্রাসা ময়দানে বন্যাদুর্গত মানুষের মাঝে ৫৭৫ প্যাকেট রান্না করা খাবার ও ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রফীকুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সভাপতি মশীউর রহমান, সহ-সভাপতি ইউনুস আলী, গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, যেলা ‘আল-আওন’-এর সভাপতি দেলাওয়ার হোসাইন, আত-তাওহীদ সালাফিইয়াহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফীকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ, ত্রাণ বিতরণ কার্যক্রমের খাবার রান্না করা হয় যেলার সাঘাটা উপযেলার জান্নাতুন নাঈম মাদ্রাসা ময়দানে। মাদ্রাসার শিক্ষকবৃন্দ এ ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করেন।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ৬ই আগস্ট বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে গোবিন্দগঞ্জ উপযেলার ধুন্দিয়া, মহিমাগঞ্জ উপযেলার চর বালুয়া ও শিবপুর চরবালুয়া এলাকায় ১২৮টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অতঃপর ৭ই আগস্ট সুন্দরগঞ্জ উপযেলার তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের ৬০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা আব্দুল জলীল প্রধান, সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ রফীকুল ইসলাম, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মশীউর রহমান, গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাহিত্য ও পাঠাগার সম্পাদক হাফীযুর রহমান, ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনসহ যেলা ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ।
উলিপুর, কুড়িগ্রাম ৯ই আগস্ট রবিবার : দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে কুড়িগ্রাম যেলার উলিপুর থানার চরাঞ্চল মোল্লারহাট, চরঘুঘুমারী, ঘুঘুমারী ও ঝুমকার চর এলাকায় ৩৫৫টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক যাকির হোসাইন, কুড়িগ্রাম-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফূযুল হক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন, অর্থ সম্পাদক আমীনুল ইসলাম, দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি এইচ এম রায়হানুল ইসলাম প্রমুখ।
সবুজবাগ, ঢাকা ১০ই আগস্ট সোমবার : অদ্য সকাল ৮-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে ঢাকা মহানগরীর সবুজবাগ থানাধীন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে থানার বাইগদা, খিলগাঁও থানার নাছিরাবাদ টেকপাড়া, দাসেরকান্দি ও বাবুর জায়গা এলাকায় বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মুহাম্মাদ তাসলীম সরকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ অলী হাসান, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি হাফেয মুহাম্মদ আব্দুর রায্যাক, সাবেক সভাপতি ড. মুহাম্মদ শফীকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ত্রাণ বিতরণ কার্যক্রম সকাল ৮-টা থেকে শুরু হয়ে আছরের ছালাতের পূর্ব পর্যন্ত চলে।