সুধী সমাবেশ
২৯শে জুন শনিবার সোনাতলা, বগুড়া : অদ্য বাদ আছর যেলার সোনাতলা উপযেলাধীন সোনাতলা আহলেহাদীছ জামে মসজিদে উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুখলেছুর রহমান, যেলা ‘ওলামা ও ইমাম পরিষদে’র সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম, অত্র মসজিদের সভাপতি শাহাজুল ইসলাম গাযী প্রমুখ।
মাসিক ইজতেমা
৬ই জুন শনিবার নওদাপাড়া, শাহ মখদুম, রাজশাহী : অদ্য বাদ মাগরিব যেলার শাহ মখদুম থানাধীন কাসিমপুর আহলেহাদীছ জামে মসজিদে রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম হাফেয মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-সদর পশ্চিম উপযেলার সভাপতি মুহাম্মাদ আল-মামূন।