
২৫শে ফেব্রুয়ারী মঙ্গলবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক মিলনায়তনে মারকায শাখা ‘আন্দোলন’-এর উদ্যোগে ‘আহলেহাদীছ আন্দোলন-এর প্রয়োজনীয়তা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। মারকায শাখা ‘আন্দোলন’-এর সভাপতি ড. শিহাবুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও নওদাপাড়া মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মারকায শাখা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ওয়াহীদুয্যামান।