রূপসা, খুলনা ২৯শে ডিসেম্বর’১৬ বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রূপসা উপযেলার উদ্যোগে চাঁদপুর দাখিল মাদরাসা সংলগ্ন ফুটবল ময়দানে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সকলের প্রতি উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, আধুনিক যুগের বক্রপথ সমূহ সর্বদা মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে। সেখান থেকে ফিরিয়ে জাতিকে ছিরাতে মুস্তাক্বীমে পরিচালনা করাই হ’ল আমাদের প্রধান দায়িত্ব। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামা‘আতবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সেপথেই পরিচালিত করছে।

খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, বায়তুল মা‘মূর জামে মসজিদ, নয়াবাজার, ঢাকার খতীব মাওলানা শামসুর রহমান আযাদী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমীন।

বিরামপুর, দিনাজপুর ৯ই জানুয়ারী সোমবার : অদ্য বাদ আছর চাঁদপুর আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে চাঁদপুর দারুস সালাম হাফেযিয়া মাদরাসার উদ্বোধন উপলক্ষ্যে এক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। জনাব মুহাম্মাদ আমীরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও বিশেষ অতিথি ছিলেন ‘সোনামণি’-র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাসিক আত-তাহরীক-এর প্রবীণ লেখক অবসরপ্রাপ্ত শিক্ষক রফীক আহমাদ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম বিন হাবীব, নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আফযাল হুসাইন, পীরগঞ্জ উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও অত্র মসজিদের খতীব মুহাম্মাদ রাশেদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে  সঞ্চালক ছিলেন হাকিমপুর উপযেলা  ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল মালেক।






সংগঠন সংবাদ
যুবসংঘ (আল-‘আওন)
আহলেহাদীছ পেশাজীবী ফোরাম
বার্ষিক রিপোর্ট (ফেব্রুয়ারী ২০১৭-ফেব্রুয়ারী ২০১৯) :
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! (কর্মী সম্মেলন ২০২৩-২৫) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সংগঠন সংবাদ
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
অপরিবর্তনীয় সংবিধান পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের অনুসরণ করুন! (উপযেলা সম্মেলন : কলারোয়া, সাতক্ষীরা ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আবু তাহের মৃত্যু সংবাদ
‘সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় আহলেহাদীছ আন্দোলন নেতৃবৃন্দের যোগদান
হক-এর পথে দৃঢ়চিত্ত থেকে সৎকাজে প্রতিযোগিতা করুন! (যেলা সম্মেলন : ঢাকা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.