৯ই এপ্রিল বুধবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য সকাল সাড়ে ১১-টায় গাযায় মুসলমানদের উপর ইসরাঈলী গণহত্যার বিরুদ্ধে ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’ অধিভুক্ত ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রধান পরিদর্শক ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্ল­­াহ ছাকিব, সচিব জনাব শামসুল আলম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মারকাযের মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম। উল্লেখ্য যে, একই দিনে সারা দেশে হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রায় ১২০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৭ই মার্চ বুধবার, নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর আয়োজনে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী শিক্ষক মিলনায়তনে ‘রাষ্ট্র সংষ্কারে প্রয়োজন শিক্ষা সংষ্কার’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ড সচিব শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ‘শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সেমিনারে ‘রাষ্ট্র সংষ্কারে প্রয়োজন শিক্ষা সংষ্কার’ বিষয়ে মতামত পেশ রাখেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ড. নুরুল ইসলাম, শহীদ বুদ্ধিজীবী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খান মো. মাইনুল হক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজী বিভাগের সহকারী অধ্যাপক তরুন হাসান।







দায়িত্বশীল প্রশিক্ষণ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
জোর করে দেশের উপরে বিদেশী সংস্কৃতি চাপিয়ে দেবেন না - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কেন্দ্রীয় দাঈর সফর
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
আলোচনা সভা ও ইফতার মাহফিল
আল-‘আওন-এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান (আমীরে জামা‘আতের স্মৃতিচারণ) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন
ছিটমহলের শীতার্ত মানুষের পাশে আমীরে জামা‘আত - -মুহতারাম আমীরে জামা‘আত
মাদ্রাসা উদ্বোধন
সংগঠন সংবাদ
আরও
আরও
.