বর্তমানে বিশ্বময় চলছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা উদ্ভাবনের প্রতিযোগিতা। কিন্তু অনেকেই জানেন না আল্লাহ তা‘আলা মানুষের চোখে কত বেশী ক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়ে দিয়েছেন। বর্তমান বাজারে ৮ থেকে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন পাওয়া যায়। কিন্তু বিস্ময়কর হ’ল মানুষের চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেজন্যই আমরা প্রায় ১ কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই।

পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক। এছাড়া ৫৭৬ মেগা পিক্সেলের হিসাবটা স্থিরচিত্রের ক্ষেত্রে। আর চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬ গিগাপিক্সেল পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।

[জ্ঞানীদের জন্য এসবের মধ্যে আল্লাহর নিদর্শন সমূহ লুকিয়ে রয়েছে (স.স.)]






আরও
আরও
.