খনিজ অনুসন্ধান পৃথিবীর বাইরে

পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে প্রায় ৯ হাযার গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। এর মধ্যে প্রায় এক হাযার পাঁচশটিতে চাইলে যেতে পারবে মানুষ। মূল্যবান সব খনিজ উপাদানে ভরা এসব গ্রহাণু। সেগুলোর খোঁজেই এবার কাজ শুরু করেছেন মার্কিন বিজ্ঞানীরা। ৩০ মিটার দৈর্ঘ্যের ছোট্ট একটি গ্রহাণুতে যে পরিমাণ প্লাটিনাম থাকতে পারে তার দাম অর্থের হিসাবে প্রায় ২৫ থেকে ৫০ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় দুই লাখ চার হাযার থেকে চার লাখ আট হাযার কোটি টাকা।

এই একটিমাত্র পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, গ্রহাণুগুলো ঠিক কতটা মূল্যবান হতে পারে। আর সেজন্য মার্কিন কোম্পানী ‘প্লানেটরি রিসোর্সেস’ এ বিষয়ে তিন বছর ধরে কাজ করছে। সম্প্রতি তারা জানিয়েছে, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে মহাকাশে একটি টেলিস্কোপ পাঠাবে, যেটা খনিজ সম্পদে ভরপুর গ্রহাণু খুঁজে বের করবে।

[আল্লাহ বলেন, তোমরা দেখনা যে, আল্লাহ তোমাদের জন্য তার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহ সমূহ পূর্ণভাবে দান করেছেন? (লোকমান ২০)। অতএব হে মানুষ! আল্লাহ্র রহমত অনুসন্ধান কর ও তাঁর শুকরিয়া আদায় কর (স.স.)]

দৃষ্টিশক্তি ফিরবে কৃত্রিম চোখে

দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফেরাতে অত্যাধুনিক বায়োনিক আই বা যান্ত্রিক চোখ তৈরিতে সক্ষম হয়েছেন বলে দাবী করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবী, এই বায়োনিক আই বা কৃত্রিম চোখে ব্যাটারির দরকার নেই। সোলার প্যানেল যেভাবে শক্তি যোগায় সেভাবেই আলোর সাহায্যে কাজ করবে এটি। কোন পরিবাহী তারের প্রয়োজন না থাকায় এর ফলে অনেক সহজে চোখে অস্ত্রোপচার করা যাবে। রেটিনার অসুখে যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের আলোয় ফেরাতে বায়োনিক আই ব্যবহারে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছেন ব্রিটেন ও আমেরিকার গবেষকরা।

দেয়ালভেদ্য প্রযুক্তির দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের বিজ্ঞানীরা নতুন এক ধরনের চিপের ডিজাইন করেছেন। আর সেই অসাধারণ চিপের ক্ষমতা রয়েছে ঘন যেকোন বস্ত্তকে ভেদ করে যাওয়ার। আপনার হাতে থাকা মোবাইল ফোনে এটি ব্যবহার করা হ’লে সেই মোবাইল ফোন হয়ে উঠবে দেয়ালভেদ্য। এজন্য বিজ্ঞানীরা ব্যবহার করেন কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা সিমোস প্রযুক্তি। এটি চার ইঞ্চি পুরু যেকোন জিনিসকে ভেদ করতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, এটি ঘরের দেয়াল ঠিক আছে কি-না সেটি যেমন দেখতে পারবে, তেমনি জাল টাকা ধরতেও সহায়ক হবে। এমনকি ক্যান্সার টিউমারও শনাক্ত করতে পারবে।






আরও
আরও
.