বায়োফ্লক
প্রযুক্তি হচ্ছে মাছ চাষ করার লাভজনক একটি কৃত্রিম পদ্ধতি। এটি একটি পরিবেশ
বান্ধব বিকল্প প্রযুক্তি যা ক্রমাগতভাবে পানিতে বিদ্যমান পুষ্টি
উপাদানগুলোকে পুনঃআবর্তনের মাধ্যমে পুনঃব্যবহার নিশ্চিত করে। ট্যাংকের পানি
খুব কম পরিবর্তনে উক্ত ট্যাংকে বিদ্যমান অণুজীবের বৃদ্ধির সহায়ক হয় বলে
এটি একটি টেকসই প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। এই প্রযুক্তি ইতিমধ্যে
বিভিন্ন দেশে অনেক সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশে এই
প্রযুক্তি নিয়ে অনেকেই কাজ শুরু করেছে।
কৃষি ভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান কৃষি বাজার এর চেয়ারম্যান জি.এ টুটুল বলেন, মৎস্য খাতকে আরো ত্বরান্বিত করতে, আমাদের দেশে বেকারত্ব দূরীভূত করার লক্ষ্যে এবং স্বল্প খরচে অল্প জায়গায় অধিক পরিমাণে মৎস্য উৎপাদনে বায়োফ্লক প্রযুক্তির বিকল্প নেই বললেই চলে। এ প্রযুক্তি ভারতসহ বিভিন্ন দেশে সাড়া পেয়েছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বায়োফ্লক পদ্ধতিতে ব্যবহৃত সকল সরঞ্জাম, সহযোগিতা এবং প্রশিক্ষণ সরবরাহ করছি ।
তিনি আরও জানান, আমাদের দেশে সচরাচর চাষকৃত মাছ যেমন- তেলাপিয়া, শিং, মাগুর, পাবদা ও চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করে চাষ করা যেতে পারে। তবে যারা নতুন করে এই প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ শুরু করতে চান তারা অবশ্যই প্রথমে বায়োফ্লক প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ ব্যতীত শুরু করলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হ’তে পারেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন- জি.এ টুটুল। বাসা- ৫১/১, সালেমা খাতুন রোড-৭, রাধাবল্লব, মহানগর, রংপুর। মোবাইল : ০১৯০৮৫৯৭৪৭০, ০১৯০৮৫৯৭৪৭১।