অম্বরে দেখি পারাবতগুলো উড়ে চলে দলে দলে
উড়ে যেতে যেতে ওরা একতার কথা বলে।
পাখির কুজনে অলির গুঞ্জনে শুনি একতার সুর
ওরা বড় ভাল নেই ভেদাভেদ হৃদয়ে আশার নূর।
মৌমাছিগুলো দল বেঁধে চলে কেউ কারো অরি নয়
আকাশে-বাতাসে বন-বনানীতে হেরি একতার জয়।
মৌমাছি দেখ একতার বলে সুখের বাসা বাঁধে
একতা অভাবে শ্রেষ্ঠ মানুষ নয়ন জলে ভাসে।
মুসলিম জাতি বড় ভাল ছিল সকলে করত ভক্তি
একতার বলে লাভ করেছিল বিশ্ব জয়ের শক্তি।
একতার বাঁধ ভেঙ্গে দিয়ে যারা নেপথ্যে গান গায়
তাদের কথায় খুশি হয়ে দেখ ভাইকে ওরা কাঁদায়!
হিংসার অনল জাতির পতন ভাঙ্গে সুখের ঘর
মানুষে মানুষে হানাহানি বাড়ে আত্মীয় হয় পর।
হিংসার পথে শয়তান হাসে মানবতা হয় নিঃস্ব
আর একবার এক হও সবে দেখুক চেয়ে বিশ্ব!