আল্লাহ বলেন, কালের শপথ!
ক্ষতিগ্রস্থ হবে অবশ্যই সকল মানুষ।
চারটি গুণে গুণান্বিত হ’তে পারে যারা,
সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে যাবে তারা।
জেনে বুঝে ঈমান এনে নেক আমল করবে
অবশ্যই ক্ষতি থেকে তারা রেহাই পাবে।
পরস্পরকে হক্বের উপদেশ অবশ্যই দিবে
নইলে ক্ষতির আশংকা নিশ্চয়ই থেকে যাবে।
হকের দাওয়াত দিতে গেলে ধৈর্যের প্রয়োজন,
উপদেশ দিলে ধৈর্যের, হবে পাপের ক্ষতিপূরণ।
সূরা আছরের উক্ত চারটি গুণে হব গুণান্বিত,
আল্লাহর ক্ষমা পেয়ে মোরা জান্নাতে হব সম্মানিত।
-কামারুয্যামান
ছোট বেলাইল, বগুড়া।